একদিন,
ফিরলে নাহয়।
ফেরাবার মেঘেরা যদিও ফেরারি তখন!
এবং আজন্ম ক্ষুধা নিয়ে চলে গেছে দূরে
ফেরাবার তাড়া নিয়ে জলভরা চোখ।
শুকিয়ে গেছে যে অনন্ত নদী, ঝর্ণার মতো।
একদিন ফিরলে তবে কিহয় বলো?
ফের জাগালে নাহয় শুকনো ক্ষত?
একদিন-
ফিরে এসো চোখ ভরা জল!
ফিরে এসো জীবনের দুঃখ অবিকল!
ফিরে এসো জীবনের অনন্য উপহার-
"উৎসব-অরণ্যে খোঁজা দুটি চোখ, নিয়ত পিপাসার"।
একদিন,
ঘুম ভেঙ্গে জেগে দেখবো,
বারান্দায় এক চিলতে হাসিমুখ;
সোনালী রোদ্দুরে ভরে গেছে উঠোন আমার।