নীলাবতী স্বপ্নেই থাক তুই আসিসনা বাস্তবতায়
এখানে তুই বড্ড্ বেমানান তোর নীল শাড়ীতে
লাগবে কালরঙা বিষন্নকাদা ধোঁয়ায় তোর চোখে
ঝরবে অশ্রু প্রবল বৃষ্টিতে তোর পরিপাটি কাজল
চোখ থেকে পড়বে খসে কপালে টিঁপখানি যাবে
সরে নীলরঙা নীলাবতী আসিসনা স্বপ্নেই থাক
তুই আমার রং-চটা দুনিয়ায় বড্ড বেমানান রে।
অনেক আশা করে হয়তো আসবি আমার ছোট্ট
ঘরে গ্রীষ্মে চালের ফুটোয় চরম রৌদ্রদাহ আর
বর্ষাতে বৃষ্টি থইথই, শীতকাল ? কুয়াশার চাদরে
গরম লেপের ওম কারবারাল প্রান্তর নিঃস্তব্ধতায়
ঢাকা শীতে এক ঘর-বার-চরাচর হেমন্তে ধান
পোকাদের ভীড়ে ভাতের থালায় কীটপতঙ্গ ভাসে
তাদের মৃতদেহ খায় কীটভক্ষক শালিকে ষড়ঋতুর
অবাক খেলায় বড্ড ক্লান্ত আমি পারবনা তোকে
নিয়ে খেলতে অনিশ্চিত পাগলামি জীবনের চেয়ে
যাকে বাসি সবচেয়ে ভালো কোন অনিশ্চয়তায়
তার জীবনখানি করব এলোমেলো তাই নীলাবতী
তুই স্বপ্নেই আমার থাক স্বপ্নে তোকে গোলাপ দেব
বাস্তবতার ভীড়ে পারবনা আমি খেতে ছিঁড়েখুড়ে
নীলরঙা তোর মায়াশাড়ী নিয়েই স্বপ্ন দেখব আমি
নীলাবতী তুই সুখস্বপ্ন আমার ফুলেভরা বিরানভূমি।
২৯/০১/২০১৫
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




