“বারমুডা ট্রায়াঙ্গল” যার অপর নাম শয়তানের ত্রিভূজ। যারা নামটি জানেননা তাদের মনে আসবে কৌতুহল আর যারা জানেন তাদের মনে আসে আতঙ্ক আর ভয়মিশ্রিত অনূভুতি। শতশত বছর ধরে বারমুডা ট্রায়াঙ্গল একের পর এক রহস্যের জন্ম দিয়ে আসছে, সৃষ্টি করেছে এক অজানা আতঙ্কের। আটলান্টিক মহাসাগরের বুকের একটা দ্বীপ যার এলাকা নিয়ে রয়েছে বিপত্তি। ভূতত্ত্ববীদদের মতে তিনটি্ পাদবিন্দু মিয়ামি, সান পাওলো ও পুর্তোরিকোর ফ্লোরিডা পেনিনসুলা,এবং মধ্য-আটলান্টিক মহাসাগরের বারমুডা দ্বীপ নিয়ে তৈরী এলাকাটিই বারমুডা ট্রায়াঙ্গল। কিন্তু কিছু কিছু বিজ্ঞানীদের মতে, ১,৩০০,০০০ বঃ কিঃমিঃ হতে ৩,৯০০,০০০ বঃ কিঃমিঃ এলাকা জুড়ে বিস্তৃত এই শয়তানের ত্রিভূজ। একদিনে শয়তানের নাম হয়নি এই ত্রিভূজের। অনেক প্রাচীন আমল থেকে জাহাজ ও বিমানসহ অসংখ্য যাত্রীকে উদরস্থ করেছে এই শয়তান ট্রায়াঙ্গল। এদের বেশির ভাগই ফিরে আসেনি আর যারাও বা ফিরেছে তারা নিয়ে এসেছে অস্বাভাবিকতা। এই এগুলোর মধ্যে রয়েছে মস্তিষ্ক বিকৃতি, অদৃশ্য হয়ে যাওয়া, বিদ্যুৎস্পৃস্ট না হওয়া, দেওয়াল ভেদ করার ক্ষমতা ইত্যাদি। শুধু ১৯৪৫ সাল থেকে শুরু করে ১৯৬৫ সাল পর্য্ন্ত নিখোঁজ হয়েছে ৫টি বিমান এবং ৫টি জাহাজ। বিমানে মোট নিখোঁজ হয়েছে প্রায় ৩১ জন পাইলট-স্ক্রু এবং প্রায় ৭৫জন যাত্রী। আর জলজানে মৃত্যু বা নিখোঁজ হয়েছে স্ক্রু ও যাত্রীসহ প্রায় ৪১০ জন। এদের কেউই ফিরে আসেনি।পাওয়া যায়নি এদের মৃতদেহ বা জাহাজ বা বিমানের ধ্বংশাবশেষ। পৃথিবীর অনেক বড়বড় বিজ্ঞানীরা প্রচুর গবেষনা করেও এর কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা পরিপূর্ণভাবে দিতে পারেনি। এক নজরে বারমুডাআক্রান্ত জলযান ও স্থলযানগুলো হল ১.ইএসএস সাইক্লোপস(১৯১৮) ২.ক্যারোলা এ ডেয়ারিং(১৯২১) ৩. এস এস কোটোপ্যাক্সি, ৪. ইউ এস এস প্রোটিয়াস (১৯৪১), ৫. ইউএসএসনিরিয়াস ,(১৯৪১), ৬.এস এস সালফার কুইন, ৭. ফ্লাইট ১৯ (১৯৪৫) ,৮.এয়ারবোর্ন্ ট্রান্সপোর্ট(১৯৪৮) ৯. বিএসএএ(১৯৪৮) ১০. বিএসএএ স্টার এয়ারটেল। দীর্ঘদিন ধরে গবেষনার পরে বৈজ্ঞানিকেরা প্রতিকূল আবহাওয়া, কম্পাসের কারনে আবার কেউবা এলিয়েনদের দায়ী করেছে। কিন্তু নির্ভরযোগ্য কোনও প্রমান আজও নেই। আর প্রমান না থাকলে বিজ্ঞান তা মানেনা। তাই আজও বারমুডা ট্রায়াঙ্গল বা পৃথিবীর সবচেয়ে রহস্যময় এলাকা বলে পরিচিত। হয়তো সৃষ্টিকর্তা পৃথিবীর অনেক কিছু রহস্যময় করে রাখতে ভালবাসেন। রহস্যের প্রতি মানুষের আজন্ম কৌতুহল তাই আজও বারমুডা ট্রায়াঙ্গাল পৃথিবীর সবচেয়ে কৌতুহলপূর্ণ জিনিস।
বারমুডা ট্রায়াঙ্গাল: শয়তান দ্বীপের হাতছানি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
জামাত কি দেশটাকে আবার পূর্ব পাকিস্তান বানাতে চায়? পারবে?
অন্য যে কোন সময়ে জামাতকে নিয়ে মানুষ যতটা চিন্তিত ছিলো, বর্তমানে তার থেকে অনেক বেশী চিন্তিত বলেই মনে করি।

১৯৭১ এ জামাতের যে অবস্থান, তা নিঃসন্দেহে বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ সালে পাক ভারত যুদ্ধে ভারত বিজয়ী!

দীর্ঘ ২৫ বছরের নানা লাঞ্ছনা গঞ্জনা বঞ্চনা সহ্য করে যখন পাকিস্তানের বিরুদ্ধে বীর বাঙালী অস্ত্র হাতে তুলে নিয়ে বীরবিক্রমে যুদ্ধ করে দেশ প্রায় স্বাধীন করে ফেলবে এমন সময় বাংলাদেশী ভারতীয়... ...বাকিটুকু পড়ুন
ইন্দিরা গান্ধীর চোখে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ-ভারত-পাকিস্তান সম্পর্ক: ওরিয়ানা ফলাচির সাক্ষাৎকার

১৯৭২ সালের ফেব্রুয়ারি মাসে ইতালীয় সাংবাদিক ওরিয়ানা ফলাচি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাক্ষাৎকার নেন। এই সাক্ষাৎকারে মুক্তিযুদ্ধ, শরনার্থী সমস্যা, ভারত-পাকিস্তান সম্পর্ক, আমেরিকার সাম্রাজ্যবাদী পররাষ্ট্রনীতি এবং পাকিস্তানে তাদের সামরিক... ...বাকিটুকু পড়ুন
=যাচ্ছি হেঁটে, সঙ্গে যাবি?=

যাচ্ছি হেঁটে দূরের বনে
তুই কি আমার সঙ্গি হবি?
পাশাপাশি হেঁটে কি তুই
দুঃখ সুখের কথা ক'বি?
যাচ্ছি একা অন্য কোথাও,
যেখানটাতে সবুজ আলো
এই শহরে পেরেশানি
আর লাগে না আমার ভালো!
যাবি কি তুই সঙ্গে আমার
যেথায়... ...বাকিটুকু পড়ুন
আগামী নির্বাচন কি জাতিকে সাহায্য করবে, নাকি আরো বিপদের দিকে ঠেলে দিবে?

আগামী নির্বচন জাতিকে আরো কমপ্লেক্স সমস্যার মাঝে ঠেলে দিবে; জাতির সমস্যাগুলো কঠিন থেকে কঠিনতর হবে। এই নির্বাচনটা মুলত করা হচ্ছে আমেরিকান দুতাবাসের প্রয়োজনে, আমাদের দেশের কি হবে, সেটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।