তো বইমেলাকে বাংলা ভাষাভাষীদের মিলনমেলা হিসেবেও বলা যায়.
অনেকে বই কেনে, অনেকে দেখে আবার অনেকে আসে ড্যাটিং করতে। এই বইমেলা এখন আগের বইমেলা নেই. তবে কি বইমেলায় বই না বিক্রি হয়ে অন্য কিছু বিক্রি হয়? না তবে বইমেলায় এসেছে অনেক পরির্ব্তন। গতবছর এবং এই বছর থেকে বইবেচা শুধু বাংলা একাডেমীর ভেতরে নয় বাইরেও স্টল দিয়ে হচ্ছে।
বইমেলায় অনেকে নিজেকে বিখ্যাত করতেও যায়! এটা কিভাবে সম্ভব? তাদের সপ্রকাশিত ফর্মূলাটা একটু হটকে, তবে খুবই সোজা। এটা করার জন্য বইমেলায় প্রতিদিন চারটা থেকে সন্ধার আগপর্যন্ত বইমেলায় ঢুকে কোন টিভি-ক্যামেরা ওয়ালার খোঁজ করুন। অবশ্য না খুঁজলেও চলবে। এতগুলো চ্যানেল কি সাধে তৈরী হয়েছে! তো তাদের ক্যামেরার সামনের কোনো বইমেলার স্টলে ঢুঁ মারুন, বই ঘাটুন এবং মন্তব্য করুন।
আমি মনে করি বইমেলায় বর্তমানে বইয়ের পাশাপাশি সিডির স্টল দেওয়া বন্ধ করা উচিত। কারণ বইমেলার প্রধান উপকরণ থাকবে বই, এটাই স্বাভাবিক। তবে এবারের বইমেলায় বেশকিছু সিডির স্টল দেওয়া হয়েছে, যা হয়তো ঠিক নয়। কারণ বইমেলায় বই না থেকে অন্য কিছু থাকলে তা বইমেলা নামের স্বার্থকতা বিচার করে না। যদি ওইসব দোকানে বই প্রধান পণ্য হিসেবে প্রদর্শিত হতো আর সিডি ২য় প্রধান পণ্য তবে আমি মেনে নিতাম. কিছু প্রতিষ্ঠান যেমন- মাইক্রোস ডিজিটাল(স্টল নম্বর-৪২৮)। তারা কোন প্রকাশনী নয়, তাদের স্টলে কোন বইও নেই তবে তারা কিভাবে বইমেলায় স্টল দিচেছ?
আপনারা কি মতামত পোষণ করেন. এই পোস্টে জানান.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




