
আমদের অনেক সুন্দুর কিছু?পরিকল্পনা ছিলো
পরিকল্পনা টা সেই তাকে নিয়ে, অনেকেই হয়তো হাসবে বা অনেককিছু মনে করবেন!
যাইহোক পরিকল্পনাকথা বলি ভালবাসার সেই মানুষটাকে নিয়েই জীবনের প্লানটা করেছিলাম দুজনে মিলে। প্লানটা আমার জীবনের প্রথম ছিল। তার ছোটবেলা থেকে ইচ্ছা ডাক্তারি পড়বে, নিজে প্রতিষ্ঠিত হবে তার। তার বাবা-মাও চায় সে ডাক্তার হোক। আমার নিজের কোন ইচ্ছা নেই ছিলো না। কম্পিউটার আমাকে খুব টান ত, তাই আমার ইচ্ছা এই লাইনেই কিছু একটা পড়বো। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা এইরকম কিছু একটা আমার আত্বীস্বজন রাজী আমার আবার পরিবার নেই কিছু নামধারি আত্বতীয় ছাড়া যাই হোক, আমার পরিকল্পনা বাস্তবায়িত হলো না।
অনেক হিসেব করে সে আর আমি মিলে ঠিক করেছিলাম আমরা বিয়ে করবো,এখন না, ঠিক তিন বছর বা পড়াশোনা চলা অবস্থায় কোন এক সময়য়ে,,বা প্রতিষ্ঠিত হবার পরে। বা কোন এক সময় লুকিয়ে বিয়ে করে ফেলা যখন আমরা নিজেরা স্বাধীন ভাবে থাকতে পারবো।
তখন পারিবার কে জানালে, শুনতে পেলে বেশি সমস্যা হবে না সে কারণে এরকম প্লান
সবকিছু ঠিকঠাকমতোই চলছিল। আমাদের প্ল্যানটা সুন্দর ছিল বলেই মনে করি। আমাদের ভালোবাসার মধ্যে অনেক শর্ত ছিলো "শর্ত টা আমার একারই বলা চলে,, তার দেওয়া কোন শর্ত বা প্রতিশ্রুতি ছিলো না,, কারণ সে জানে আমি তাকে পাগলের মতো ভালোবাসি,, আমি ওকে ছাড়া বাজে কিছু, করব না সে বিশ্বাস ছিলো হাজার গুন,।
কারণ ওর কথা মতো আমি উঠতাম বসতাম,,
ওরে আমি মাঝেসাঝে বলতাম, তুমি নতুন কলেজে চান্স পেলে পড়লে আমরে ভুইলা যাইবা না তো? আমাকে ছেড়ে যাবে না ত? আমি এমন অনকদের দেখেছি এক সময় ছেড়ে চলে যায়। তুমি তখন বলতে এখন কী আমরা আলাদা কলেজে পড়ছি না আমার মধ্য কি এমন দেখছিস আছি ত আমরা এভাবেই তখনো থাকবো!
,,, এ কথা তোমার মুখ থেকে শুনে আমার কি যে আনন্দ লাগছিলো লিখে বুঝাতে পারব না!(ব) আনন্দে দিশেহারা হয়েছিলাম
তারপর সে একদিন মেডিকেল কলেজে চান্স পেলো, তারপর থেকে একটু একটু করে আমার প্রতি তার ভালো লাগা ভালোবাসা শেষ হতে শুরু করলো! শেষ হলো সব আর্কষন!
আমার এ ভয় টা মাঝে মাঝে হতো এই ভয় টা আমার কাল হয়ে দাড়ালো সত্যি হলো যা ভাবছিলাম সেটাই হলো।
আচ্ছা ব! তুমি কী আমাকে সত্যি কোনদিন একবার এর জন্য ভালোবেসেছিলে প্লিজ বলো না আমার খুব জানতে ইচ্ছা করে,, যদি কোনদিন একবারের জন্য ভালো বেসে থাকো,, আমি খুব খুশি হবো,,,সবাইকে অনন্ত বলতে পারবো, যে তুমি আমকে একবারের জন্য হলেও ভালোবেসে ছিলে!
ইতি
আজাদী(রাজু)
১৬-০৫-২৫
ঢাকা, মিরপুর ১৪
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




