তুমি কি করোনি ভুল হায় কোনদিন?
মানবতা পরাজিত তোমার কারণে,
রাধা সেজে বসে আছো প্রেম নিলায় রাত্রি যাপনে?
নেই তবে কষ্ট এভাবেই প্রতিদিন তাদের সঙ্গে প্রেম বাতায়ন।
কত ছলনা জানো গন্তব্যহীন তুমি,
বোঝ না বিশুদ্ধ ভালোবাসা
পার না গড়তে
আজ তাদের সাথে মেতেছো বিভিন্ন রংঙ্গলিলায়
১১-০৭-২৫
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




