তুমি থাকলে ভ্যাপসা গরম হতো না
তুমি থাকলে গাছের পাতা শুকিয়ে যেত না
তুমি থাকলে মনখারাপের দিনগুলো এত লম্বা হতো না
তুমি থাকলে বুকের ভেতর হাহাকার জমত না
তুমি থাকলে রাতগুলো এত নিঃশব্দ হতো না
তুমি থাকলে নিজের সঙ্গেই কথা বলতে হতো না
তুমি থাকলে তোমাকেই চাই বলার সাহস থাকতো
তুমি থাকলে, সত্যিই... আমি হাসতে পারতাম
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




