
তোমার শত অবহেলার মাঝে কতবার তোমার কাছে ফিরে এসেছি কিন্তু লাভ হয় নি।
কতো ভালোবেসে কাছে আরো কাছে আসতে চেয়েছি তুমি শোন নি!
কতো চোখের পানি ফেলেছি তোমার বদলে যাওয়ায় তুমি দেখ নি শোন নি।
তোমার অবহেলার জন্য নিজেকে হারিয়েছি অবেশেষে তোমাকে সব কিছু থেকে মুক্তি দিয়েছি।
তুমি সত্যি খুব খুশি হয়েছিলে?
হবার ই কথা তুমি চেয়েছিলে স্বাধীনতা
তুমি চেয়েছিলে শপথ ভঙ্গ করে মুক্তির পথ
অবশেষে তুমি সেটিই বেছে নিলে
তুমি মুক্ত তুমি স্বাধীন তুমি ভ্রম তুমি কথার বেড়াজাল থেকে মুক্তি
থাকল না কারো কোন বাধা
শুনতে হলো না কারো ধমক
শুনতে হলো না কারো বকুনি
শুনতে হলো না কারো রাগান্বিত কন্ঠ
শুনতে হলো না আর কারো অনুরোধ
তুমি মুক্ত, তুমি স্বাধীন তুমি ভ্রম
আজাদী হাসান
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




