
সে অনেকদিন আগে তোমাদের শহরে ছায়া হয়েছিলাম
সে অনেকদিন আগে তোমার পাশে ছায়া হয়েছিলাম
সে অনেকদিন আগে তোমার ঠোঁটে ঠোঁট রেখেছিলাম
সে অনেকদিন আগে তোমার হাতে হাত রেখেছিলাম
অনেকদিন আগে তোমার পরশে পেয়েছিলাম আমার বাঁচার স্বাদ
তোমার অপলক দৃষ্টিতে খেই হারিয়ে ছিলাম
তোমার নরম ঠোঁটে পেয়েছিলাম দীর্ঘ দিন বাঁচার েপ্ররণা
সে বহুদিন আগে তুমি আমার ছিলে
সে বহুদিন আগে তুমি হলে অন্য হলে
সে অনেকদিন আগে তুমি আমার ছিলে।
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




