
তোকে বুঝতে দেই নি আমার প্রচন্ড কষ্ট হচ্ছে মাইগ্রেনের সমস্যা হচ্ছে তোকে বলি নি বুঝতে দেই নি শুধু তোকে পাবার নেশায়,,,
সত্যিই আমি আর্চায হই সব শেষে র্দীঘস্বাস ফেলি! সেই তিন মাসরে পর তোকে যখন আমার মনের কথা কিছু কষ্টের কথা বললাম কী আর্চায তোর মন খারাপ লাগল না পাষানের মতো এড়িয়ে গেলি হাসি দিলি,
তিন টি মাস আমার কিভাবে কেটেছিল তা শুনে তোর চোখে ঘুম উড়ে যাই নি বরং আরো ঘুম পাইত হাহাহাাহাা হাহা হা হা,,,,,
মানুষ বুঝি এভাবইে বদলে যায়? তোকে না দখেলে জানতামই না বুঝতাই না!!!
থেমে নেই কিছু সবকছিু চলমান
মাঝে সাঝে দুচোখে অশ্রুরগড়ন,,
গভীর রাতে অস্থরিতা,,,,
ভোর বেলা মন খারাপ নিয়ে উঠা
বিকাল বেলা উদাসীনতা
কছিুক্ষণ তোকে ঘৃণা করা
ফির তোর দোষ ভুল ভুলে যাওয়া
পরিশেষে ফির তোকে ভালোবাসা
রাত: নয় টা পঞ্চাশ
২৭সপ্টেম্বের ২০২৫,
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০২৫ রাত ১১:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




