ঈদের দুই দিন পরের কথা। বিকাল তিনটার সময় আমার মোবাইলে একটা কল আসল। ফোন নাম্বারটি হল 01811344226
আমাকে বলল : স্যার আমি একটেল অফিস থেকে বলছি।
আমি বললাম : হ্যা বলুন।
লোকটি বলল : ঈদ উপলক্ষে স্যার একটেল কোম্পানী একটি অফার দিয়েছিল। অফারটাতে আপনি উইন করছেন।
আমি বললাম : Congratulation,
লোকটি বলল : আপনি ৭,৩০০/- (সাত হাজার তিনশত) টাকা পুরষ্কার পেয়েছেন। তবে স্যার আপনাকে এই টাকাগুলো পেতে হলে ২০ মিনিটের মধ্যে এই নাম্বারে ৩০০ টাকা রিচার্জ করতে হবে।
আমি বললাম : ওই শালা তুই কোন জাহান্নাম থেকে ফোন করছস? তুই এখন কোন টাওয়ারের আওতায় আছস আমি জানি, তুই যেখানে আছস ওইখানে দাড়া। আমি আসতেছি। *(১০০% চাপা)
সাথে সাথে ঐ ব্যক্তি কলটি কেটে দিল।
তারপর আমি তাকে একটা ম্যাসেজ পাঠালাম
ম্যাসেজটা হল -
Ki jug alore pagol,
kanar hate torch lite
bobar mukhe kotha
aar tor hate mobile
ha............ha...........ha
tore ki pabna pathate hobe?
[email protected]
পাঠকগণ ------- পারলে ওই মাইনকার পোলারে ফোন কইরা উপদেশ দেন। যাতে সে আর কখনো এই কাম না করে।
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




