সামব্লগ আর ভাললাগছে না। আসি ঢুঁ মারি চলে যাই। আগে যেভাবে টানত এখন আর সেভাবে টানে না। ব্লগকর্তৃপক্ষকি কষ্টকরে একটু ভেবে দেখবেন কেন ব্লগে পাঠক-লেখকের পরিমাণ দিন দিন কমছে?
একজন ব্লগার অনেকদিন আগে একটা পরিসংখ্যান দিয়েছিলেন, সেখাসে দেখো গেছে ব্লগের জনপ্রিয়তা আগের চে অনেক কমে গেছে।...
আপনারা গবেষণা করেন বা না করেন আমরা কিন্তু ছুটলাম....
তবে একটা সম্পর্ক হয়ত থেকেই যাবে-প্রথম প্রেমের মতো...
আমি একটি বিকল্প ব্লগের কথা ভাবছি।
এরকম একটা বাংলা ব্লগ কীভাবে এস্টাবলিশড করা যায় বলতে পারবেন কেউ? আমার একটা ওয়েব অ্যাড্রেস দরকার কীভাবে পেতে পারি?
তাহলেই এই নরক ছেড়ে বাঁচতাম!
গুডবাই সা ইন(অচিরেই)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




