আজ আকাশের মন খারাপ
তাই আমার ও-
প্রতিনিয়ত বদলে যাচ্ছে
আমার চারপাশের মানুষগুলো
শুধু বদলায়নি এই আমি ।।
বদলে যাচ্ছে দিনরাএি
চিঠির ভাষা, মুঠোফোনের ব্যবহার,
বন্ধুত্বের সংঙ্গা,ভালবাসার ধরন,
আর রাজনীতির গঠন ।
প্রেমিক প্রেমিকার ডেটিং পেলেস্
শুধু বদলায়নি এই আমি ।।
আমি কি কখনও বদলাবনা
বড়ই বেমানান লাগে,
এই সভ্য সমাজে নিজেকে
বদলাতে পারিনা বলে ।।
আমি খুঁজে ফেরি আজ ও
সেই কিশোরীর প্রেম,
পড়ন্ত বিকালে চিলে কোঠায়-
ডায়রীর পাতা ছিড়ে কবিতা লিখি
মাইক্রোসফ্টের এম.এস অফিস
যেখানে সর্বএ-
ফেসবুকের কল্যানে আজ
বন্ধুত্ব হয়ে গেছে বড়ই সস্তা ।
একটি বাটনে চাপ দিলে,
নাকি বন্ধু্ হওয়া যায় ।
বড়ই অধর্য্য হয়ে পড়ি আমি
পারিনা ,বসে থাকতে ১৪ই, ফেব্রুয়ারীর আশায়
সে দি না নাকি শুধুই ভালবাসার,
কথা বলতে হয়।
ফাষ্ট ফুড,চায়নিজে না গেলে
নাকি ভালবাসা হয় না ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




