তুমি অস্থির ; চঞ্চল ,চপলা।
তুমি আলোর মাঝে অন্ধকার খোঁজো,
আর আমি অন্ধকারের মাঝে আলো খুঁজি ।
তুমি কি পারবে আমায় ভালোবাসতে
তুমি সুখ বিলাসী,উচ্চাকাংখি
তোমার স্বপ্ন ভেসে বেড়াই,
সেই সাদা মেঘের ডানায়।
তুমি কি পারবে আমার কষ্টের
সাথে সহবস্হান করতে,
তুমি কালো মেঘের গর্জন
শুনে ঘরে পালাও-
আর আমি বৃষ্টির প্রত্যাশায় হাত বাড়ায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




