আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধু হত্যার বিচারের মধ্য দিয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। ফলে যুদ্ধাপরাধীদের বিচারসহ সকল হত্যাকান্ডের বিচার অবিলম্বে শুরু করবে সরকার।
গত বুধবার ২৫.১১.২০০৯ ঢাকা রিপোর্টার্স ইউনিটির কনফারেন্স লাউঞ্জে বেসরকারি প্রতিষ্ঠান বার্তাঙ্গন আয়োজিত ‘‘পবিত্র কুরআন হাদীসের আলোকে খলিফাতুল মোসলেমীন জাতির জনক শেখ মুজিব' গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বইটির লেখক জনৈক হায়দার আলী চৌধুরী। দৈনিক ভোরের ডাক পত্রিকার নির্বাহী সম্পাদক নাসির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আখতার ইউসুফ, বিএফইউজে মহাসচিব (একাংশ) আলতাফ মাহমুদ, সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশনের সম্পাদক শ ম রেজাউল করিম ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক পথিক সাহা, ঢাকাস্থ চিটাগাং জার্নালিস্ট ফোরামের সভাপতি শাহিন উল ইসলাম চৌধুরী প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন মোড়ক উন্মোচিত গ্রন্থের লেখক হায়দার আলী চৌধুরী।
সৈয়দ আখতার ইউসুফ বলেন, বঙ্গবন্ধু শুধুমাত্র একজন রাজনৈতিক নেতা ছিলেন না। তিনি ধর্মীয় অনুভূতিশীল একজন ব্যক্তিত্ব ছিলেন। যা অনেকের অজানা ছিল। বইটির মাধ্যমে তা প্রকাশ পেয়েছে। শ ম রেজাউল করিম বলেন, বঙ্গবন্ধু ছিলেন অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। প্রকাশিত বইয়ে বঙ্গবন্ধুর ধর্মীয় অনুভূতির দিকগুলো ফুটে উঠেছে। এটি সকলের পাঠ করা প্রয়োজন
[email protected]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






