বিশ্বে বাংলাদেশের অবস্থান বলতে বুঝাচ্ছি ভৌগলিক অবস্থানগত সুবিধাপ্রাপ্ত অবস্থান হিসাবে বাংলাদেশের অবস্থানকে বিবেচনায় আনি তাহলে দেখবেন বাংলাদেশের ভৌগলিকভাবে এমন এক স্থানে অবস্থিত যা অনেকের জন্য্ গুরুত্বপূর্ন। যদি প্রথিবীর পরাশক্তি এবং উদিয়মান পরাশক্তি হিসাবে আমরা বিবেচনা করি তাহলে পরাশক্তি হিসাবে যুক্তরাষ্ট্র এবং উদিয়মান পরাশক্তি হিসাবে চীন এবং ভারতকে বিবেচনায় আনতে হবে। এখন ধরুন ভারত এবং চীন যদি পরাশক্তি হিসাবে পরষ্পরের কাছাকাছি আসতে পারে তাহলে কি অবস্থা হবে চিন্তা করুন। যুক্তরাষ্ট্রের জন্য মহা দুশ্চন্তিার অবস্থা হবে। এশিয়ার ম্যাপকে সামনে নিয়ে বসুন এবং দেখুন চীন এবং ভারতের মাঝখানে বাংলাদেশকে যদি কাঁচি হিসাবে বিবেচনা করলে খুব সহজেই ভারত ও চীন কে বিভক্ত করা যাবে। কাজেই আমাদের দেশটি কার কার কাছে গুরুত্বপূর্ন - ভারত, যুক্তরাষ্ট্র এবং চীন। বাংলাদেশের স্থলে, জলে যদি কেউ অবস্থানের ব্যবস্থা করে নিতে পারে সেটাই তার জন্য তুলনামূলক সুবিধার ব্যবস্থা করে নিতে পারে। সেই তুলনামূলক সুবিধা পাওয়ার জন্য অনেক ধরনের কৌশলই এক্ষেত্রে স্বার্থান্বেষী মহল, দেশ বা এদেশে ভিতরের দালালরা নিতে পারে। কাজেই এব্যাপারে আমাদেরকে সবসময় সজাগ থাকতে হবে। আমাদের দেশে দেশপ্রেমিক জনগনও কম নেই। শুধু একটা বিষয়ে আমাদের অভাব খুব বেশী পরিলক্ষিত হয় সেটা হল সচেতনতা। আমাদের সবাইকে আমাদের দেশের অবস্থান সম্পর্কে সচেতন থাকতে হবে।
আসুন আমরা সবাই আমাদের নিজেদেরকে কোনভাবে ছোট মনে না করে নিজেদের অবস্থান সম্পর্কে সচেতন থাকি। আমাদের সচেতনতাই আমাদেরকে আমাদের দেশকে বড় বিপদ থেকে রক্ষা করবে।
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০০৯ দুপুর ১:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






