সে অনেক দিন আগের কথা যখন সোম বারের অপেক্ষায় থাকতাম।সপ্তাহের এই একটি দিনেই মিলে যেত পরের সপ্তাহের খোরাক।
প্রিয় পাঠক বৃন্দ,আপনারা কি আদৌ বুঝতে পেরেছেন কি সেই খোরাক?
বুঝতে পারেননি হয়তো,সে হলো মনের খোরাক। ''আজমিশালী'' তার নাম।ছাত্র জীবনে আমার এই আজমিশালী ছিল একটি অনুপ্রেরণা।সৌন্দর্য্যের সন্ধানে ছুটে চলা এক ঝাঁক উচ্ছ্বল তারুন্যের স্বাধীন প্ল্যাটফর্ম,একটি সুন্দর ভূবন;একটি কফি হাউস!!জম্পেশ আড্ডা!!!
সে আজ সৃতি,জানিনা এখন সেই আড্ডা আর হয় কিনা,জানিনা বন্ধুরা কে কোথাই,আজ অনেকদিন পর somewhereinblog -এ ঢু মেরে আমি যেন সেই অতীতেই ফিরে গেলাম।খুব ভাল লাগছে বন্ধুদের সুন্দর সুন্দর লেখা পড়তে।চেষ্টা করবো reguler হতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




