কেন বারে বারে আমি দাঁড়াচ্ছি মাঝ পথে?
সমগ্র প্রকৃতি কি যেন বলতে চায়,
কিসের যেন একটা জিগ্গাসা;
বারে বারে থমকে দেয় আমায়।
মস্তিষ্কের প্রতিটা প্যাচে প্যাচে
কি একটা প্রশ্ন ঘুরে ফেরে,
ও হে হে ,
স্বাধীনতা মানে কি?
এ আর এমন কি প্রশ্ন !!
স্বাধীনতা মানে... স্বাধীনতা মানে....
তাইতো ! স্বাধীনতা মানে কি ?!
স্বাধীনতা মানে কি বাৎসরিক কোন সেমিনার?
কোন স্মরণ সভা ? কিংবা শুধুই মাইকিং?
নাকি কোন বিয়ে বার্ষিকী !?
ফুলেল মঞ্চে খিস্তিখেউর;মিষ্টি বিতরন !!
নাহ্ হচ্ছেনা।
কি তবে স্বাধীনতার মানে?
আমি কি তবে....
ক্ষমা কর হে বঙ্গ মাতা;
আমি অক্ষম,আমি ব্যর্থ,
আমি এক পরাজীত নাগরিক।
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




