জ্যামিতিয় সুর
মহাকাশের নিযুত নক্ষত্রক্ষেত্র
তোমাকে ডাকে আলোকপানে।
সুপ্ত অগ্নি
ধরাকে নতুন বিনির্মাণের পথে
স্বাগত দিবে সময়কে।
মহাকাল স্থান দিবে জরায়ুতে।
বয়সন্ধিকাল হাঁটবে তড়িৎ সুনিপুন ছন্দের মেঘমালায়
দূরের আলোকবর্ষে জীবনের জলতৃষ্ণা সুধা।
তবুও, বলি হয়ে যাওয়া যাপনের প্রকৃতি মিডিয়া মারফত
ঘুরে বেড়ায় গলি কিংবা মেঠো ঝোপের পথে,
যৌনতা গড়াগড়ি খেয়ে পড়ে ঘরের বাইরে।
হুহু করে
ডেকে ওঠে
ভোরের সিক্ত আকাশ।
গড়ে উঠা স্বপ্ন
ভেঙ্গে পড়ে
ভেতর ঘরে।
জ্যামিতিক সৌন্দর্যে পথ খোঁজেনা জীবন,
মহাকালের ইতিহাসে অসত্য সত্য
দাপিয়ে বেড়ায়।
কালো কাল
শুদ্ধতায় সূচি হবে- বিকশিত মানব মন
প্রকৃত প্রকৃতি পেয়ে
জীবনের সৌন্দর্যে কবে হবে আলোকিত?
------------------------------------
২৪.০৯.২০০৮খ্রীঃ
রাত ১০:০০টা
জুলু ইঞ্জিনিয়ারের বাড়ি, কুষ্টিয়া।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




