"ভালো প্রেমিকারা পরকালে সুখ লাভ করে, কিন্তু দুষ্টু প্রেমিকারা পৃথিবীতেই সেই সুখ লাভ করে।" অপরদিকে দুষ্টু প্রেমিকরা পরকালে কষ্ট লাভ করে, কিন্তু ভালো প্রেমিকেরা পৃথিবীতেই তার থেকে অধিক কষ্ট লাভ করে। How Pathetic!!!!
প্রথম অংশটা এক বড় ভাইয়ের কাছে শোনা। আর পরেরটুকু আমার যোগ করা। পুরাই হতাশ!!!
যাহোক, শোনার কথা যখন এসেই গেল, তখন শোনা নিয়ে শোনা একটা জোক শুনিয়ে যাই।
বিশাল হলরুমে সেমিনার চলছে। বক্তা মঞ্চে দণ্ডায়মান। আর শ্রোতা আসনের সামনের অংশ আপুদের জন্য সংরক্ষিত। তা বক্তব্য চলছে, চলছে, চলছে, এর ভিতরে হটাৎ করে মাইক গেল বন্ধ হয়ে। মাইক বন্ধ তাতে কি আর বক্তব্য থামিয়ে রাখা যায়?? বক্তা তার বক্তব্য রাখছেন, এদিকে পিছনে থেকে কথা শোনা যাচ্ছেনা দেখে এক পোলা জোরে জোরে বলতে লাগলো, "শোনা যায় না, শোনা যায় না।"
এবার সামনে থেকে এক দুষ্টু আপু বলে উঠলেন, "তাহলে মনে হয় আপনার শোনায় সমস্যা।"
ছেলেটা এবার এই কথা শুনে চোখমুখ লাল করে ওই আপুকে উদ্দেশ্য করে বললো, "তাহলে আপনার মুখেই শোনা যাক।"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



