কেন সবকিছুতেই সেরা হতে হবে?
ভাল ছাত্র/ছাত্রী , ভাল বন্ধু/বান্ধবী, ভাল প্রেমিক/প্রেমিকা, ভাল চাকুরীজীবন, ভাল জামাই/বউ, ভাল অভিভাবক। সবকিছুতেই কেন ভাল আর সেরার ছড়াছড়ি থাকতে হবে?
মতের মিল না হলেই, দেখানো পথে না হাটলেই মানুষ ব্যর্থ? Success মানে সফলতা, Failure মানে ব্যর্থতা এ কেবল মুখস্ত শব্দ শেখার নয়। হয়ত একটা জীবন লাগে এর গভীরতা বুঝতে।
জিবনে যা চেয়েও পান নি, নিজের অতৃপ্তিত বাসনা আরেকজনের মধ্যদিয়ে প্রতিফলন ঘটানোই কি সুখ?
হোসেন একাকী রান্নাঘরে চা বানাচ্ছিল। দারুন হয়েছে আজকের চা। ডাস্টবিনে চা পাতা গুলি ফেলে দিল। কালো, পুড়ে, সমস্ত নির্যাস এর বিনিময়ের পর তার স্থান ডাস্টবিন এ। চুমুক দিতে গিয়েও হোসেন আটকে যাচ্ছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



