হতেই পার তুমি উপন্যাস এর কোন চরিত্র, তাতে কি। বাস্তবে রুপ কেউ যদি দিতে চায়, ঠেকানোর সাধ্য কার? তাই কখন যে নভেল থেকে লেখকের অনুমতি ব্যাতিত তোমাকে এই জনবহুল, জ্যামে প্রান ওষ্ঠাগত, সেমি কালারফুল এই শহরে, টং দোকানের পাশ দিয়ে যে রাস্তা টা তার উপরে আবির্ভূত করলাম।
হাল্কা সোনালি রঙের শাড়ি, দু হাতে দূরথেকে মনে হোলো ১২ টি করে লাল চুড়ি।
চুল ছেড়ে হাটা দীর্ঘদিনের অভ্যাস হওয়ায়, মিশরের নীল নদের মত দীর্ঘ চুল মেলে কোন এক জরুরী কাজের দিকে ছুটে চলা হোসেনের চায়ের কাপে চুমুক দিতে দিতে দেখা খুব প্রিয় একটা দৃশ্য।
আচল টা আজও রাস্তা ঘেঁষে, ছুয়ে ছুয়ে যাচ্ছে। যেন খুব পরম ভাবে, চরম অবহেলা হচ্ছে ওই আচলের প্রতি। মেয়েটা কেন যে আচলের প্রতি এই অবহেলা টা করে।
দেখতে ভীষন ভাল লাগে ওই অবহেলা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



