৬টি মাস কেটে গেল। সামুতে বিচরণ অবশ্য অনেক আগে থেকেই, তখন শুধু পড়তাম, মুগ্ধ হতাম। বিভিন্ন বিষয় আলোচনা, তথ্য পড়তাম আর ভাবতাম, কত কম ই জানি। এক সময় সাহস করে নিজেও নাম লেখালাম। লিখতেও সাহস লাগে, সে লেখা যেমন ই হোক। সবচেয়ে সফল যে লেখক তিনিও তো একদিন প্রথম কলম ধরেছিলেন। সমালোচনা পেয়েছেন বলেই তো পারদর্শী হতে পেরেছেন।
আমিও লিখছি। ৬মাস পরে, জড়তা কাটিয়ে উঠছি ধীরে ধীরে।
লেখা প্রথম পাতায় কিভাবে আসে তা অবশ্য বুঝে উঠতে পারছি না। যোগ্য লেখাই সামনে থাকবে এটুকু বুঝি। যোগ্যতার সেই মাপকাঠিতে নাম লেখাতে পারছি কিনা তা বোঝার জন্য চাই সমালোচনা।
ধন্যবাদ জানাচ্চি সামু কে, সকল লেখক কে, সকল ব্লগার কে।



অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



