
হে ঈশ্বর! আমাকে সৃষ্টি করা উচিৎ হয়নি তোমার?
বিসর্জন দৃশ্যের জন্য অপেক্ষা করিনিতো,
__মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে
ওৎ পেতে থাকা দস্যুর সামনে__ দৃপ্তকন্ঠে শপথ করেছিলাম
এটাই আমার__ "মুক্তির অঙ্গীকার"।
বহুকাল ধরে হেঁটে পৃথিবীর পথ ধরে__ প্রজন্মান্তরে এক একটি কাল জুড়ে
যেখানে হেঁটেছিল সভ্যতার এক মায়া হরিনী
পুরুষজাত আবিস্কারের খেলায়।
মহাকালের প্রাচীন বাতাসের আল্পনায় শৈল্পিক স্পন্দনে__
__যে নির্যাতিতা প্রশ্ন রেখে বলেছিল
আমি চিরকালীন আফসোস?
আমিই কি চিরদিনের নিঃশব্দ অশ্রুবিন্দু?
শীতের পাখিদের মতো আপন নিবাসে গুটিশুটি থাকিনি
প্রতিশ্রুতি সৃজাত মানবিক সভ্যতায় বিলীন হয়ে__মাথা উঁচু করে চিৎকার করেছিলাম
এটাই আমার__"ইতিহাস"।
কপাট বন্ধ করে নতুন ভোরের আশায় মাথা খুটে মরিনি
__অস্তিত্ব প্রকাশে দেবীপক্ষে__ধর্মঘরে প্রার্থনা শেষে
সকালের সূর্যে আলোকিত হয়ে বলেছিলাম__
এটাই আমার __"রক্তপাতহীন নিরপেক্ষতাবাদ"।
.
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



