ভেঙে পড়ে আদিম সভ্যতা
আধুনিকতার পায়ে,
ভেঙে পড়ে সম্পকর্-স্বাধীনতা
পরাধীন বলয়ে।
ভেঙে যায় অকৃত্রিম মান
কৃত্রিমতার গায়,
ভেঙে যায় অভিমান
উল্লাসের পায়।।
ভাঙে মানবিক মূল্যবোধ
পাশবিকতার আঁচড়ে,
ভাঙে ববর্র (?) ট্রাইব
সুসভ্য (?) ঈগলের নখরে।
ভাঙি আমি ভাঙো তুমি
আদিম উদ্দমতায়,
ভাঙে রাগ ভাঙে ক্রোধ
সুখের ভাঙাগড়ায়।।
সবর্হারাকে উদ্দেশ্য করে
বিন্দু বিন্দু ঘামের জলে গড়ো তুমি সভ্যতা,
অথর্ব কাক হয়ে তুমি কোকিলডিম্বে দিচ্ছো তা:
সেই সুখেতে কোকিলভায়া মনের তারে বঁাধছে সুর,
অসম এই সময় থেকে মুক্তি তোমার কতদূর?
সিন্ধুসম শ্রমে তোমার মহাকাশ ভঁাজছে যারা-
তোমার পেটের জলখাবারের খেঁাজ কি নিচ্ছে তারা?
যাদের উদরপূর্তি করতে দিনে-রাতে দীর্ঘশ্বাস,
সেই তারা কি মেটায় বলো তোমার মনের গোপন আশ?
কৃষ্ণসম আঁধাররাতে ঠেলছো যাদের পাপের ডালি,
সেই পাপেতে তাদের কভূ নরকবাস দিবেন কালী?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




