রোহিঙ্গা জাতি গুষ্ঠি নিধন ইস্যুতে বর্বর মিয়ানমারের মগ সেনা কর্মকর্তাদেরকে কঠিন বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিক্কি হ্যালি। গত বৃহস্পতিবার জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের অধিবেশনে দেওয়া এক ভাষণে হ্যাঐই এই আহ্বান জানিয়েছেন।
এই প্রথম রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সেনা কর্মকর্তাদের বিচারের জন্য এই প্রথম দাবি জানালো মার্কিন যুক্তরাষ্ট্র।
মার্কীন রাষ্ট্রদুত বলেছেন, ‘বার্মা কর্তৃপক্ষ জাতিগতভাবে সংখ্যালঘুদের দীর্ঘ মেয়াদে নিধনের প্রচারণা ও নৃশংস যে কর্মকাণ্ড চালাচ্ছে সেজন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাতে আমরা ভীত নই।
মিয়ানমারের রাখাইনে লাখ লাখ রোহিঙ্গা দের বাস্তুচ্যুতি ও তাদের জাতিগত নিধনের যে অভিযোগ জাতিপুঞ্জ করে আসছে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো তারই প্রতিধ্বনি করছে বলেও জানান নিক্কি হ্যালি।
মার্কিন দূত বলেন, যাদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনা হয়েছে তাদেরকে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে সেনা দায়িত্ব থেকে অপসারণ করতে হবে এবং অপরাধের জন্য কঠোর বিচার করতে হবে।’
মর্কিন রাষ্টদুত নিক্কি হ্যালি অআরো বলেন , ‘ যেসব দেশ বর্তমানে বার্মার সেনাবাহিনীকে অস্ত্র দিচ্ছে, তাদের উচিৎ উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার আগ পর্যন্ত এ ধরণের কার্যক্রম বন্ধ করা।’
সংবাদ সুত্র : usbanglanews24.com
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ২:০৬