.দুঃখ বিলাস
বিশাল সাহা
তোমার চলে যাওয়ার পথে আমি তাকিয়ে ছিলাম নবজাতকের মতো ;
তুমি ধুলোর পিঠে চড়ে ছুটছিলে তোমার গন্তব্যে, একটিবার পেছনে তাকালে না!
অবহেলার মিছিলে অভিমান খুঁজতে গিয়ে খুঁজে পেলাম তোমার চলে যাওয়ার জন্য দায়ী আমার সাদামাটা প্রেমিক স্বভাব!
অল্প টাকার চুড়ি, খুচরো পয়সার টিপ, বাদাম খোসার ভালোবাসা তোমার কাছে তাচ্ছিল্লের খোরাক।
আমি তো তোমার প্রেমিক হতে চাইনি সুনন্দা, কেবল তোমার হীরকচূর্ণ ভালোবাসায় নিজেকে রাঙাতে চেয়েছিলাম।
কিন্তু
তুমি চলে গেলে ব্যথার কারুকাজ মনে এঁকে দিয়ে ;
তোমার চলে যাওয়ার পথে আমি তাকিয়ে ছিলাম নবজাতকের মতো।

সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০২২ বিকাল ৩:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


