১/ মেঘলা আকাশ,
সেই ঘন মেঘের ফাক দিয়ে উকি মারা এক চিলতে রোদ।
দক্ষিণা বাতাস,
তাতে উড়ন্ত আমার ৫/৬ মাসের না কাটা চুল।
সামনে নীল জলরাশি,
পিছনে পাথরের স্তুপ,
তার মাঝে আমি বসে একা।
হাতে আছে গিটার,যদি ও তুলতে পারি না তাতে সুরের ঝংকার।
কার কী আসে যায়,
কেও যদি দুনিয়া থেকে নাই হয়ে যায়।
২/ মাঝে মাঝে মনে হয় আমি বোধ হয় আমার জলপরীকে খুজে পেয়েছি। মাঝে মাঝে আবার মনে হয় পাইনাই। কিন্তু মনকে মানাতে তো পারিনা। প্রোপোজ করতে ও ভয় লাগে,যদি প্রত্যাখ্যাত হয়।
"স্বর্গ থেকে আসে প্রেম,
স্বর্গে যায় চলে"
তাই এই স্বর্গীয় ব্যাপারটা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার দুঃসাহসটাও আমার থেকে নেই।
তাহলে? আমার জলপরী কী অধরাই রয়ে যাবে?
কিন্তু তা তো হতে দেওয়া যায় না। তাই, শেষমেশ সাহস করেই ফেললাম।
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫২