১/ There is a quote in LOKI. Where Loki explain to Sylvia about love in his own twisted way- "Love is a dagger. It's a weapon to be wielded far away or up close. You can see yourself in it. It's beautiful until it makes you bleed. But ultimately, when you reach for it, it ain't there."
One of my favourite quotes is it. But recently I realized the true or real deep meaning of it. I remember saying to one of my mates, not that while ago, that Love is nothing but a fool's errand. It does nothing but hurt you without any kind of logic. And I thought I ain't no fool.
Brace yourself mate, it's gonna be a bumpy ride up ahead.
২/ হুমায়ুন ফরিদীর বিখ্যাত কিছু উক্তি। আমার খুব পছন্দের কিছু উক্তি এগুলো। ইদানীং খুব মনে পরছে উক্তিগুলো-
"কেন প্রেমে পড়লাম, কেন ভালোবাসলাম এর কারণ যদি তুমি খুঁজতে যাও, দেখবে তুমি কিছুই খুঁজে পাচ্ছো না৷ অন্ধকার ঘরে তুমি কালো বিড়ালকে খুঁজছো - কিন্তু বিড়ালটি সেই ঘরে নেই, ভালোবাসাটি এমন।"
"কাউকে ভালোবাসার অনেক পথ আছে, কিন্তু তাকে ভোলার কোন পথ নেই!"
"তুমি যখন কাউকে ভালোবাসবে তখন একবুক সমুদ্র নিয়ে ভালোবাসবে। একবুক সমুদ্র না হলে সেই প্রেমের কোন অর্থ থাকে না।"
"কাউকে এতটাও ভালোবাসো না, যতটা ভালোবাসলে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেলে, তুমি নিঃস্ব ও অসহায় হয়ে যাবে! বরং ভালোবাসা হোক গিভ এন্ড টেক পলিসি। তুমি যতটুকু দেবে ততটুকুই পাবে। এর বেশি ভালোবাসা দিলে তুমি পাবে অবহেলা আর অপমান।"
৩/ শেষের দুটো উক্তিতে হুমায়ুন ফরিদী কেন জানি মনে হচ্ছে ভুল করে ফেলেছেন। তিনি কাউকে এত বেশী ভালবাসতে মানা করেছেন যাতে ছেড়ে চলে গেলে নিঃস্ব হয়ে যেতে না হয়। আবার একবুক ভালবাসতে বলেছেন। আপনি যখন কাউকে ভালবাসেন তাকে তো আপনার সবটুকু দিয়েই ভালবাসেন, তাই না? সেটাই কি হওয়া উচিত নয়?
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০২২ রাত ১১:৪৭