
The Flash(2023)
Genre: Fantasy/Sci-Fi/Action/Adventure/Superhero
Language: English
Rt Score:64%
IMDB Rating: 7.1/10
My Rating: 2/10
The Worst Superhero adaptation movie I've ever seen
দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে The Flash মুভি বের হল। এবং চোখের পলক ফেলতে না ফেলতে ''The biggest superhero box office flop ever'' এ পরিণত হল। কেন? চলুন একটু বিশ্লেষণ করা যাক। শুরুতেই বলে দিচ্ছি, Spoiler Alert থাকবে। মুভিতে কাহিনি শুরু হয় ব্যারি AKA দ্যা ফ্লাশের ভেংগে যাওয়া একটা হাসপাতাল থেকে কিছু বাচ্চাকে বাচানোর মধ্যে দিয়ে। একটু পর দেখানো হয় তার পিতার ট্রায়াল। তার পিতা জেলে বন্ধি আছে তার মাকে হত্যা করার জন্য। কিন্তু ব্যারি এটা মানতে রাজি না যে তার বাবা তার মার হত্যাকারী। কিন্তু সে আশা করতেছে এবারের ট্রায়ালে তার বাবা নির্দোশ প্রমাণিত হবে। আমি অত বেশী ভিতরে যাব না। কিন্তু এটা থেকে ট্রিগার করে সে অতিরিক্ত দ্রুত দৌড়ে, এবং তার গতির কারণে সে Time-Space barrier ভেদ করে অন্য সময় তথা অতীতে চলে যায় কিছু সময়ের জন্য। এবং সে যখন বুঝতে পারে যে সে অতীতে যেতে পারবে, ব্রুস অর্থাৎ ব্যাটমানের নিষেধ সত্তে ও সে অতীতে যায় তার মাকে বাচানোর জন্য। দেখা যায়, তার মার মৃত্যু হয় টমেটো স্যুপ না কেনার কারণে। ব্যাস ব্যারি টমেটো স্যুপ কিনে তার মাকে বাচিয়ে ফেলে। কিন্তু ভবিষ্যতে ফেরত আসার সময় ডার্ক ফ্ল্যাশ তাকে টেনে সেই সময়ে নিয়ে যায় যখন তার বয়স ১৮, যেদিন তার পাওয়ার পাওয়ার কথা। এবং একইসাথে এর ই কয়েকদিনের মধ্যে ক্রিপ্টোনিয়ান রা আসে পৃথিবী ধ্বংস করতে। তো ঘটনাক্রমে Young Barry পাওয়ার পায়, আর Old Barry পাওয়ার হারিয়ে ফেলে। তারপর তারা মিলে ব্যাটমানের কাছে যায়, কিন্তু সে ব্যাটমান ব্যারির পরিচিত না। তবু ও তারা দল বেধে সুপারম্যান কে উদ্ধার করতে যায়, গিয়ে তারা পায় কারা কে, ক্যাল -র কাজিন। এবং তার সাথে মিলে যড কে হারানোর চেষ্টা করে কিন্তু পারে না। কারা এবং ব্যাটম্যান মারা যায়। তারা অতীতে গিয়ে আবার চেষ্টা করে, কিন্তু একই ফলাফল। Old Barry বুঝে ফেলে যে এসে এই দুনিয়াকে বাচাতে পারবে না, কিন্তু Young Barry বারবার অতীতে গিয়ে ট্রাই করতে থাকে, এবং সে এক পর্যায়ে গিয়ে ডার্ক ফ্লাশে রুপান্তরিত হয়। যাই হোক ব্যারি আবার অতীতে গিয়ে টমেটো স্যুপ চুরি করে মাকে মরণের দিকে ঠেলে দেয়। এবং টাইমলাইন কে রিসেট করে। এই হলো কাহিনি।###

এখন এতে প্রব্লেম টা কোথায়? এটা ফ্লপ গেল কেনো?
The Flash মুভি হিসেবে অতটা বাজে না, intersting plot, good fighting scenes, more than average or somewhat good acting। What has gone so terribly wrong? Well, literally everything.
The Flash একটি কমিক ক্যারেক্টার, যার উপর অলরেডি অনেক জনপ্রিয় একটি সিরিজ আছে।



তারপর CGI, come on, hollywood, হয়ছেটা কি তোমাদের? কাদের দিয়ে CGI বানাও তোমরা, আমার বন্ধুরা ও তো এর থেকে ভাল এডিটিং পারবে। জঘন্য, জঘন্য CGI, মনে হচ্ছে কোন Noob কে দিয়ে করানো হয়েছে।

এখন আমি যদি প্রত্যেক্টা ভুল ধরে ধরে বলতে যায় তাহলে অনেক লম্বা হয়ে যাবে এ পোস্ট, তাই আর লম্বা করলাম না। মাঝখানে একটা বিশাল বড় সময় গ্যাপ গিয়েছে আমার পড়ালেখার কারণে। আল্লাহর রহমতে লাস্ট ইয়ারে টপ রেসাল্ট এনে একটি মোটামুটি মানের CGPA নিয়ে graduate করলাম। বাইরে যাওয়ার চেস্টা করছি স্কলারশিপ নিয়ে এখন। দোয়া করবেন আমার জন্য।
শুভকামনা রইল সবার প্রতি। আর ধৈর্য ধরে শেষ পর্যন্ত পড়ার জন্য ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


