আস্তিক-নাস্তিক যুদ্ধ এমন এক যুদ্ধ যা হয়তবা পৃথিবীর শেষ অবধি চলতে থাকবে। এর সমাধান সম্ভব
আস্তিকঃ
# গজবের ভয় প্রদর্শন - আস্তিক-নাস্তিক যুদ্ধ লাগলেই আস্তিকদের গজবের ভয় প্রদর্শন শুরু হয়, অপরদিকে (চোরে না শোনে ধর্মের কাহিনী) নাস্তিকেরাও তাদের মুখ ধার
# হেদায়েত কামনা - অনেক ক্ষেত্রে আস্তিকেরা নাস্তিকদের হেদায়েত কামনা করে পোস্টে ইতি টানেন।
# গালি - যদিও আস্তিক-নাস্তিক যুদ্ধে গালি নাস্তিক ভাইদের একক সম্পত্তি, তারপরও কিছু আস্তিক কম যান না।
# কথায় কথায় চীন-রাশিয়া কে তুলো ধুনো করা।
নাস্তিকঃ
# ইমোশনাল ব্ল্যাকমেইল - নাস্তিকেরা বেশীরভাগ সময়েই কোন ঘটনা তুলে ধরে তার রেসাল্ট থেকে আস্তিকদের বাঁশ দেয়ার চেষ্টা করে।
# নন-ইস্যুকে ইস্যু বানানো - নন ইস্যুকে ইস্যু বানানো যুদ্ধের মুল টপিক থেকে থেকে ভিন্য দিকে ফিরিয়ে নেয়ার একটি কার্যকর অস্ত্র।
# গালি - এই ব্যাপারে আমার কিছু বলার নাই।
# প্রচলিত ঘটনাকে সত্য হিসেবে চালিয়ে দেয়া যার প্রমাণ এখনও মেলেনি।
# আকিদা রিলেটেড ব্যাপারে এটাক করা - এটাই মুলত আস্তিকদের সবচেয়ে সেনসেটিভ যায়গা, যেখানে নাস্তিকেরা আঘাত করে সবচেয়ে মজা পায়। যেমন- আদম (আঃ) যে জান্নাত থেকে নেমেছিল, কেও যদি তার ইউটিউব লিঙ্ক চায়......
এক্ষেত্রে ভেজিটেবল পাবলিক / মেঙ্গো পাবলিকদের ভুমিকা
ভাই, সব মনে পড়ছে না, আরও থাকলে জানাইতে পারেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


