আমি কিভাবে ব্যায়াম করলে আমার মেদ কমবে অথচ ক্নান্তি লাগবে না ???
ইদানিং এইটা নিয়া খুব ঝামেলায় আছি।ব্যায়াম করার পরে খুব ক্লান্ত মনে হয়।
আমার এখন কিছু পরামর্শ দরকার ।
আর মডারেটর ভাইজানেরা, আমাকে আর কতদিন অপেক্ষা করতে হবে ?
আমি কি করলে আপনারা আমাকে ১ম পাতায় লিখতে দিবেন।
মডারেশন স্ট্যাটাস
undefined undefined
আপনি নতুন ব্লগার
সামহোয়্যার ইন ব্লগে... আপনাকে স্বাগতম। আপনাকে প্রথম পাতায় লেখার সুযোগ দেবার আগে আপনাকে ৭দিন পর্যবেক্ষনে রাখা হবে। প্রথম পাতায় লেখা পোষ্ট করার সুবিধা পেতে ভালো লেখা পোষ্ট করুন এবং ব্লগের নিয়ম মেনে চলুন।
* পোস্ট করেছেন: ৫টি
* মন্তব্য করেছেন: ১টি
* মন্তব্য পেয়েছেন: ১টি
* ব্লগ লিখেছেন: ৩ সপ্তাহ ৩ দিন
* ব্লগটি মোট ৪৬ বার দেখা হয়েছে
৩দিনেও অনেক কেই দেখলাম নতুন ব্লগার এর লিস্টে নাম আসছে, আর আমি ??? ২৪ দিন হল , এখন ও আপনাদের নেক নজর পড়ে নাই
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




