
ব্লগ ডের শেষ ছবি এলবাম, আরো ছবি আছে এগুলো ডাবল ডাবল। কোনোটা ভালো কোনোটা মন্দ। যাই হোক ভালো মন্দ বুঝি না । কিছু এমন সুন্দর এক্সপ্রেসন যা না দিলে পাপ হবে হাহাহা। অজান্তে তোলা ছবিগুলো কোনো একদিন হাসাবে। স্মৃতি হয়ে থাকুক ব্লগ ডের ছবিগুলো। ভাগ্যক্রমে যেতে পারছিলাম বলে ছবি তুলতে পেরেছি। কেউ কেউ ফটোগ্রাফারের ছবি দেখতে চেয়েছিলেন। আমার ছবি আসলে ভালো উঠেনি। আমি ফটো তোলাতে ব্যস্ত ছিলাম। তাই আর ছবি উঠানো হয়নি নিজের । সরি। মোড়ক উন্মোচন এর সময় সন্ধ্যা। আলো আঁধারীর খেলায় ক্যামেরা ভালো কাজ করে না। ফ্লাশ দিয়ে উঠানো ছবিগুলো আশা করি ভালো লাগবে সবাই। বিদায় ব্লগবাসি এবারের মত। সামনের বছর দেখা হলে ইনশাআল্লাহ সময় নিয়ে ফটো তুলবাম নে। সে সময় ভালো ছবি আসবে ইনশাআল্লাহ ভালো থাকুন সবাই
2. মোড়ক উন্মোচন পর্ব। সবাইকেই আগের পর্বে পরিচয় করে দেয়া হয়েছে।

3.

4.

5.

6. এত সুন্দর একটা ছবি, না দেই কীভাবে । ভালোবাসা দুজনের জন্য।

7. আমাদের ছোট ব্লগার।

8. সে খুব এনজয় করেছে।স্মার্ট বেবী কাছে গেলেই হ্যান্ডশেক করে ফেলে নির্দ্বিধায়

9. আমাদের ছোট ব্লগার

10. সুইট বেবী। মোকছেদ ভাইয়ার বাবু

11. মোড়ক উন্মোচন পর্ব

12. একদিক খালি কেনো জানেন, এই সব পিঠা গেছে হাবিব স্যার, নীল আকাশ ভাইয়ার পেটে

13. সুন্দর ছবি তাই দিয়ে দিলাম

14. বই হাতে আমাদের প্রিয় ব্লগাররা

15. সুন্দর ছবি তাই রেখে দিলাম এখানে।

16. শাহাদাত ভাই, দেখছেন মেমোরী ফুল হয়ে গেছে নাকি smile

17. হাবিব স্যার এভাবে তাকাইয়েন না । ডিট লাগবে তো হাহাহাহা

18. হ হ ঐ ঐ ঐ যে চাঁদ উঠছে, ও আফারা ভাইয়ারা কী দেখতাছে কোন গ্রহ নক্ষত্র খসে পড়তেছে গো হুহ

19. সুন্দর মুহুর্ত

20. ...............

21. আলাপচারিতায় মগ্ন আমাদের প্রিয় ব্লগাররা

22. ও বুবু আরেকটু নিবা? নেও নেও, শুনো নাই একটা কথা খাওয়েনের আগে আর লড়াইয়ের মেষে যাইতে হয়। । খাইয়ালাও বুবু হাহাহাহাহ

23. এভাবে তাকাইয়া কী দেখেন ভাই, মজা বসছে নি গালে ,,,,,,,, মারেন মারেন তাড়াতাড়ি। ডেঙগু থেকে মারন বালা হাহাহা

24. সম্মানিত ব্লগারবৃন্দ

25. কী যড়যন্ত্র চলিতেছে ইহা পে হুহ

26. মোকছেদ ভাইয়া

27. দেখছোনি তামশা। আমিও ফটোগ্রাফার তেইল্যাচুড়াও একটা পাখি হুহ । কই এরা আমার দিকে তাকাইবো তা না। কারে না কারে জানি দেখতাছে। কী ভাই ব্রাদার বোন সিস্টার আমারে পছন্দ না


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


