
©কাজী ফাতেমা ছবি
জন্ম তোমার গরীব ঘরে, তাতে কী যায় আসে;
কর্ম তোমার হলে ভালো, বন্ধু পাবে পাশে,
বাসবে ভালো মানুষ তোমায়, রাখবে বুকে ধরে
শান্তি পাবে খুঁজে তুমি, তোমার মনের ঘরে।
জন্ম ধনী ঘরে-যদি, কর্ম না হয় ভালো,
জীবন জুড়ে আসবে নেমে, কেবল আঁধার কালো,
বাসবে না কেউ ভালো তোমায়, এই দুনিয়ায় মাঝে
দুঃখ কষ্ট হবে জমা, বুকের ভাঁজে ভাঁজে।
জন্ম তোমার মধ্যবিত্ত, কিংবা নিম্নবিত্তে
কর্ম মন্দ হলে- জীবন.. ষোলো আনা মিথ্যে,
ভালো কর্ম বয়ে আনে, জীবনজুড়ে সুফল
কর্ম মন্দ হলে তোমার, জীবনটাই নিস্ফল।
জন্মে তোমার নয় পরিচয়, কর্ম হলো খাঁটি
কর্ম ভালো পরকালে, পাবে জান্নাত মাটি
মন্দ কর্ম এই দুনিয়ায়, যাও করে যাও যদি,
পাপের বোঝা মাথার উপর, কষ্ট নিরবধি।
কর্ম ভালো করলে তোমার, জন্মে কী যায় আসে,
দেখবে, মানুষ সুখের তরে, তোমায় নিয়ে ভাসে
অনন্তকাল থাকবে তুমি, মানুষেরই মনে
পরকালে শান্তির নিয়ে, থাকবে সুখের সনে।
মন্দ কর্ম করো তুমি, বংশ নামীদামী,
তুমি মানুষ এই দুনিয়ায়, হলে বিপথগামী,
মরলে মানুষ করবে স্মরণ, তোমায় ঘৃণায় ভরে
পাবে আযাব আখেরাতে, কষ্ট গোরের ঘরে।
(১৩-০৭-২০১৯)
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



