
©কাজী ফাতেমা ছবি
#একবার_মুগ্ধ_হতে_শিখো
১।
তুমি ভালোবাসি শব্দ'টা মেকিপনা ধরে নাও
তাই বলা হয়নি ভালোবাসি
তুমি ধরে নাও প্রেম বলতে কিছু নেই
তাই আমাদের মাঝে প্রেম নেই।
তোমার কাছে জীবন চলে শুধু প্রয়োজন মাফিক
এখানে উচ্ছ্বাস থাকতে নেই
নেই উল্লসিত জীবনের রিনিঝিনি হাসির ফোয়ারা!
তাই মুখোমুখি হলেই আমাদের ঠোঁটের হাসি ফুরিয়ে যায়।
তুমি প্রয়োজন বিধায় খেয়ে নাও
তুমি শার্ট প্যান্ট টাই ব্যবহার করো ভদ্র হতে হবে তাই
তুমি চোখে সূর্য চশমা লাগাও রোদে চোখ পুড়াবে না বলে;
তোমার কাছে আকাশের বিবর্ণ রংটাই বেশী পছন্দের- মনে হয়।
অতঃপর কখনো বলিনি ভালোবাসি
তুমি ভড়কে যাবে
চোখগুলো গোল গোল করে তাকিয়ে থাকবে;
কখনো বলিনি এসো প্রেম করি
তুমি বিড়বিড় করে তিতে বাক্য ছাড়বে তাই,
তোমার চোখ কপালে উঠে যাবে বলে বলিনি
এসো ভালোবেসে ছুঁয়ে দেই দুজন দুজনার মন।

২।
যাক বাবা, মনে স্বস্তি পেলাম
তুমিও বুঝো সময় বেশীদিন নেই,
চলে যেতে হবে- সেদিন তোমার মুখ ফ্যাকাশে ছিল
আমি তোমার মুখে ভয় দেখেছিলাম।
শুনো-পাপড়ি ঝরে যায় যেমন ফুলের সময় হলে
তেমনি শিশু সুলভ চামড়াও কুঁচকাবে
ঝুলে যাবে চোখ, আবছা আঁধারী পথ হবে চলার।
এই যে হন্তদন্ত ছুটে চলা....
বুক পকেটে ভালোবাসার বদলে কড়ি জমানো প্রহর
সে কোন কাজে আসবে বলে মনে হয় না........
শেষ বিকেলে তুমি হবে সব হারানো মানুষ একা।
তুমি তো এখন দুপুর রোদ্দুর-ঝাঁঝা অগ্নি তেজ
তুমিও ভাবো চলে যেতে হবে-বাব্বা!
অথচ এটুক বুঝোনা...
যেটুক সময় হাতে পেলে
সেটুক সময় কিভাবে উচ্ছ্বাস কুঁড়াতে হয়!
শুধু হাহাকার কুঁড়ালে
সুদে আসলে ফেরত পাবে দেখে নিয়ো!
একদিন এসব থেকে মুক্তি পাবে যেমন তুমি এবং আমিও
জলের আয়নায় মুখচ্ছবি যেমন আঁকাবাঁকা
তেমনি জীবন ছবিটাও হবে বিবর্ণ।
বুঝলেই যদি জীবন ক্ষয়ে যাবে বেলাশেষের খেলায়
হারতে হবে, মৃত্যুদূতের কাছে....
এবার তবে নতজানু হও, ভালোবাসো সময়;
সময়ের বুকে বিছাও সুখের চাদর
মুগ্ধ হও, আকাশ দেখো.....স্বচ্ছ নীলে রাখো মন;
উদার হও তুমি, চলো সমুদ্দুরে যাই!
নীল জলে পা ছুঁয়ায়ে আসি,
যাবে?
(১৩-০৩-২০১৭)
এগুলা ফেসবুক মনের করিয়ে দেয়, লিখার কী কারণ মনে নাই।
ছবিগুলো এই সাইট থেকে নিয়েছি
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০২২ বিকাল ৫:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




