
©কাজী ফাতেমা ছবি
=আসছে ফাগুন=
ডাকছে ফাগুন হাত বাড়িয়ে, হলুদ শাড়ী দাও না কিনে,
অভিমানে গাল ফুলাবো, মানবো না আজ শাড়ী বীনে!
ঝরছে পাতা, বইছে হাওয়া, লাগলো মনে সুখের দোলা,
খোলা হাওয়ায় চুল উড়িয়ে, হবো সুখে আত্মভোলা।
ডাকছে পাখি কুহু কুজন, মনে বাজে সুরের বাঁশি
আয়নায় দেখি রঙিলা মুখ, রঙ গোলাপী ঠোঁটের হাসি।
শাড়ির সাথে দিয়ো কিনে, গাঁদা গোলাপ বেলির মালা
আসছে ফাগুন লাগিয়ো না, বেভোল ভুলে মনে তালা!
না শুনার ভান আছো করে, মানবো না আজ চুপ বাহানা
তোমার এমন ভাব বাহানা, আমার বাপু আছে জানা!
বললে কথা মুখ ফিরিয়ে, অন্য কথা যাও বলে যাও
ভালোবাসি বললে আবার, সুখের তরে যাও গলে যাও!
কাঁচের চুড়ি লাল কমলা, রিনিঝিনি সুখের ছোঁয়া
রঙ ফাগুনে মন যে আমার, সুখের হাওয়ায় যাচ্ছে খোঁয়া!
দিয়ো কিনে কাঁচের চুড়ি, সঙ্গে দিয়ো পায়ের নুপুর
কাটবে সুখে পাশাপাশি, রঙ রঙিলা ফাগুন দুপুর।
রুনুঝুনু বাজবে পায়েল, শুকনো পাতায় হাঁটবো দুজন
উতলা এই মনটা আমার, ভালোবেসো তুমি সুজন।
ফুচকা চা আর বাদাম হাতে, কাটবে সুখে আসছে ফাগুন
পরব শাড়ী কাঁচের চুড়ি, মনে লাগলো প্রেমের আগুন।
না করো না কিনে দিতে, হলুদ শাড়ি কাঁচের চুড়ি
না হয় আমরা এই ফাগুনে, হয়ে যাবো ইচ্ছে ঘুড়ি।
রঙ ফাগুনের বইছে হাওয়া, উথাল পাথাল মন যে আমার
হায় বুঝো না ঠিক এখনো, তুমি আমার মনের গ্রামার।
বায়না আমার রইলো পড়ে, ইচ্ছে হলে নিয়ো তুলে
দিয়ো গেঁথে বেলির মালা, আলতো ছোঁয়ায় এলো চুলে।
(০৮-০২-২০১৯)
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




