
©কাজী ফাতেমা ছবি
যেখানে দিগন্তজুড়ে সবুজের আস্ফালন, যেখানে সজীবতা অফুরন্ত,
যে মাটিতে লেগে থাকে বারোমাসি বসন্ত,
সেখানেই পা ফেলে হাঁটতে চাই অনন্তকাল,
এখান ইট সুরকির পথে মেলাতে পারি না আর তাল।
যেখানে সোঁদা মাটির গন্ধ,
যেখানে হাঁস মোরগ রোজ বিহানে তুলে হাউকাউ ছন্দ
যেখানে ধানের ক্ষেতে আলে গরুর বিচরণ,
সেখানেই বসে থাকতে চাই নিরব...সেখানেই হাঁটতে চাই
সন্তর্পনে ফেলে চরণ।
যেখানে মাঠে গরু ছড়ায় কৃষক, গরুর পিঠে ফিঙে পাখি
যেখানে রোজ ভোরে কিচির মিচির সুরে পাখি উঠে ডাকি,
সেখানেই চোখ খোলা রেখে ভোর দেখতে চাই,
যেখানে বসলেই খোলা আকাশ অথবা সবুজ
অনায়াসে দেখতে পাই।
মন বিষাদে পূর্ণ, ছুঁতে চাই এক টুকরো সবুজ,
একটি উদাস দুপুর পেতে মন হয়ে রয় অবুঝ,
এখানে অফুরন্ত অবসর নেই, নেই মনে এক বিন্দু প্রশান্তি,
এখানে মানুষের মনে মন রাখলেই ঘিরে ধরে
এক সমুদ্দুর ক্লান্তি।
ছুটে যেতে চাই দূর্বাঘাসে,
যেখানে পাতায় পাতায় রোদ্দুর হাসে,
সে পথ ধরে হাঁটতে চাই, যে পথে অজস্র বুনোফুল আছে ফুটে,
এখানে, এই শহরে রোজই যায় বিষাদে মন টুটে।
এখানে মন কাঁচের চুড়ি, ভেঙ্গে চুরমার, লাগে না আর জোড়া;
অথচ সময়ের অন্ত দেখতে পাচ্ছি, সময় যে বল্গা ঘোড়া;
আমি যেতে চাই এক্ষনি ঠিক এক্ষণি, সবুজ ঘেরা সোনার গাঁয়ে,
আমি চড়ে বসতে চাই.......এবেলা অলীক হাওয়ার নায়ে।
২৩/০২/২০২২
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




