
©কাজী ফাতেমা ছবি
চাই না গ্যাঞ্জাম, কথা কাটাকাটি
চাই না ভিতর বাড়িতে বেহুদা ফন্দি আঁটাআঁটি;
চাই না কারো সম্মুখে বসি করি গল্প
চাই না গীবত কারো গেয়ে যাই অল্প।
চাই নিরিবিলি পরিবেশ
যেখানে আছে কবিতা লিখার আবেশ;
চাই না অথৈ বিত্ত বৈভব
চাই শুধু কবিতার ছন্দ ছুঁয়ে থাকুক অনুভব।
চাই না লোকের কোলাহল, চিৎকার চেঁচামেঁচি,
অযথা যুক্তি তর্ক, ঝগড়া ঝাটি চাই না হোক মিছেমিছি।
চাই এক টুকরো নির্জনতা,
চাই কেটে যাক মন হতে কবিতা লিখার দৈন্যতা।
চাই না কেউ প্রশংসায় আমায় দিক ভাসিয়ে
চাই না অযথাই কেউ দিক বদনামে ফাঁসিয়ে
দু'দন্ড ভালো থাকি শুধু চাই,
জানি দুদিনের আয়ূ ফুঁ দিলেই নাই।
চাই না মনোমালিন্যতা, চাই না মন কষাকষি,
চাই না অতি হৃদ্যতা, মনের সাথে মন ঘষাঘষি
চাই চুপচাপ নিরবতা একদম
যেখানে কবিতার দেবে ধরা হরদম।
চাই না অতি প্রেম, অতি ভালোবাসা;
চাই না কেউ রাখুক অসম্মানে, চাই না অহম থাকুক হৃদয় ঠাসা
চাই মানুষের সাথে এক টুকরো হৃদ্যতা, প্রেম
চাই কবিতা, শব্দ ছন্দ, তাল লয়, চাই না হীরে জহরত কিংবা হেম।
০৫-০৭-২০২২
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


