
©কাজী ফাতেমা ছবি
বদ্ধ মশারি ঘরে চোখ টেনে ধরে ঘুম,
রাত্রি জাগা পাখিরা ভোর দেখে না
দেখে না পূর্বাশার লালিমা
ভোরালোর সাথে মিষ্টি হাওয়ার নাচন
সে মিশে যায় সকালের রোদ্দুরের গায়ে।
সে হাওয়া গায়ে মেখে জুড়ে নিঃশ্বাস টেনে
বলা হয় না আহ কি মিষ্টি মুগ্ধতার প্রহর!
আফসোস রাত জাগা পাখিরা
জেগে উঠে এলার্মের শব্দে।
কর্তব্য এসে খুঁচিয়ে জাগিয়ে দেয়
আড়মোড়ার ঘুম, দেহ ছাড়তে চায় না বিছানা
কিযে কষ্ট চোখ খোলা রেখে আলোর মুখোমুখি হওয়া।
অবশেষে ঘুমের গায়ে লাথি মেরে
রাত জাগা পাখিরা চোখে পানির ঝাপটায়
ফুঁকে দেয় জেগে থাকার মন্ত্র
এই যে শুরু, সময় বল্গার দ্রুতবেগে প্রস্থান
ঝাঁপিয়ে পড়ো ইহকালের মোহ টানে
জীবন বাঁচানোর যুদ্ধে।

২/
বলেছিলাম এনে দিয়ো কিছু ভোরের শিউলি
আশ্বিন মাস, সেকি তুমি জানো!
সবুজ ঘাসের গায়ে হলুদ পাড়ের শুভ্র শাড়ি পড়ে
শুয়ে আছে অযস্র শিউলি,
কতদিন হয় না মালা গাঁথা।
ইটের শহরে ইচ্ছে মাফিক যায় না পথ চলা
কত কাজের ভিড়ে হারিয়েছি একেলা
আর তুমি বেঘোর ঘুমের ঘোরে!
এই উঠো বুক পকেটে নিয়ে এসো এক মুঠো শিউলি
ঘ্রাণে মাতাল হতে বড্ড মন চাইছে গো!
হিরে মতি পান্না হেম চেয়েছি কি!
বিনামূল্যে এক ফোঁটা মুগ্ধতা চেয়েছি মাত্র।
ইচ্ছে ছিল সুঁই সূতোয় মালা গাঁথব
আর ঝুলিয়ে রাখব ড্রেসিং টেবিলের আয়নায়
ঘ্রাণে হারিয়ে যেতে যেতে সুখ আয়নায় দেখব উৎফুল্ল মুখ
সে কি চাও না!
এইটুকু সুখ দিতেও এত কার্পণ্য
তবে ঘুমাও তুমি নিশ্চিন্তে।
(০২-১০-২০১৭)
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



