
©কাজী ফাতেমা ছবি
ভয় পাও মৃত্যু তুমি, নামাজ পড়ো না
মন মাঝে ঈমানের, ভিতও গড়ো না!
রোগে সুগে ভোগে তুমি, সুস্থ হতে চাও
আল্লাহর কাছে ক্ষমা, চাও না যে তাও!
সূরা দোয়া সব দেখি, আছে মনে খুব
রোগে ভোগে মনে বুঝি, বেড়ে গেছে ক্ষোভ?
ক্ষমা চাও তাঁর কাছে, তিনি ক্ষমাশীল
দাও তুমি ইশারাতে, নামাজেতে দিল।
গ্রহণ করার কর্তা, দয়াবান প্রভু
বান্দা হতে দূরে নন,তিনি কিন্তু কভু,
ধরার মোহ ভাবনা , এবার তো ভুলো
মন মাঝে জিকিরের, সুর ছন্দ তুলো।
রান্নাবাটি খেলাঘর, ভেঙ্গে যায় ত্বরা
মরা জিতা তাঁর কাছে, ধরা যার গড়া।
(১৬/১০/২০১৮)
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০২৩ রাত ৮:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




