©কাজী ফাতেমা ছবি
=ভালোবাসার কাব্য=
মৃদু হেসে ঠাঁয় দাঁড়িয়ে, ভাবছি তোমার কথা,
ইচ্ছে করে কাছে গিয়ে, চোখে মারি গুঁতা;
ফুলের বদল দেই তোমাকে, কাঁটায় ভরা লতা,
ইচ্ছে করে ঘুষি মেরে, থুতনি করি ভোঁতা।
ফুল দেব না তোমাকে আজ, থেকো না আর আশায়,
দুঃখ আমায় দিবানিশি, নীল বেদনায় ভাসায়;
দিলাম আঁড়ি বলবো নাকো, কথা তোমার সনে,
পাবে ক্ষমা সরি বলে, যদি ধরো কানে।
ফুলও দেব মনও দেব, দেব ভালোবাসা,
সমঝোতায় চললে জীবন, সুখে রবে ঠাসা;
ঝাঁঝাল কথায় গ্যাসট্রিক বাড়ে, হলে না সুখ বড়ি!
আমার চেয়ে তোমার কাছে, দামী বুঝি কড়ি?
কড়ির দামে মন কেনা যায়? ভূঁয়া সবই ভুঁয়া
এবেলাতে ব্যথার নদে, মন যে গেল খোঁয়া
টেনে তুলো আমায় বন্ধু, তুলো আমায় টেনে,
পাগলামি সব নিতে পারো, এবার তুমি মেনে।
সুখে রাখবো,চা খাওয়াবো, তুলবো ছবি তোমার
এসো দুজন ভালোবাসি, এ জীবন বেশুমার
সময় গেলে হয় না সাধন, বুকের বাড়ী খালি,
পা-টা রাখো কড়ির বুকে সে যে চুরাবালি।
ফুল নেবে কী, ফুল দেব না, দেব নাকে ঘুষি,
মারলে তোমায় মনটা আমার, হবে বেজায় খুশি;
সারাদিনই বকো আমায়, বাসবে ভালো কবে?
তুমি নাকি ভালো মানুষ, জানে দেখি সবে!
আমার কাছে ভালো হও না, রাখলে না-তো বায়না
তোমার সনে দূরে কোথাও, বেড়াতে মন চায় না?
ভালোবাসার সময়গুলো, করে গেলে হেলা;
বাকবিতন্ডা আর বিবাদে, কেটে গেল বেলা।
জীবন আমার করলে বন্ধু, ব্যথায় এলেবেলে।
এসো কাছে বলো আমায়, বলো ভালোবাসি;
দাও না একদিন ঠোঁটটা খুলে, মুগ্ধতারই হাসি
পেঁচামুখে আর থেকো না, বাসবো ভালো তোমায়
এবার চলো দুজন থাকি, ভালোবাসার কোমায়।
ভালোবাসার কাব্য-১
ভালোবাসার কাব্য-২
ভালোবাসার কাব্য-৩
ভালোবাসার কাব্য-৪
ভালোবাসার কাব্য-৫
ভালোবাসার কাব্য-৬