©কাজী ফাতেমা ছবি
হারিয়ে ফেলেছি অতীতের সুর কলরব
হারিয়ে ফেলেছি কোকিলের ডাক, চড়ুই প্রহর
হারিয়ে যায় সময়, হারিয়ে যায় বয়স
হারিয়ে হারিয়ে আমি নিজেও হারাবো, হবো
লোকালয় হতে অদৃশ্য।
হারিয়েছি দাদা দাদী নানা নানী, বান্ধবী শিফা
ছোট ভাই সুমন, যারা ফিরবে না আর জনসমুদ্রে;
হারিয়ে ফেলেছি পিনু মুক্তা, সোহেল রিপন রোবেল,
মোনা, পলি শিমু, হারিয়েছি বন্ধুত্বতা অনন্তকালের জন্য।
হারিয়ে খুঁজি আজও প্রথম প্রেম, প্রথম খুশি
প্রথম কৈশোরের আনন্দ, হারিয়েছি সেই ডানা মেলা প্রহর
মেয়ে বলে বাপের ঠিকানা হারিয়েছি
হারিয়েছি মায়ের মমতার আঁচল।
শৈশব হারিয়েছি, হারিয়েছি ডাংগুলি, বউছি কানামাছি
রোমাল চুরি, দাঁড়িয়াবান্ধা আর ঘুড়ি উড়ানোর ক্ষণ
হারিয়েছি ৪৫ বসন্ত,
দেহের বল, চোখের আলো আর গলার শাখে বসা সুরের পাখি।
হারাই রোজই হারাই বিষণ্ণতার বুকে
হারিয়ে হারিয়ে খুঁজি অতীতের রঙবাহারী দিন
কল্পপুরি গিয়ে দেখে আসি সেই মেঘবালিকাদের উচ্ছল সময়
সেই প্রহরে স্বাধীনতার ডানা রেখে এসেছিলাম একদা।
প্রিয়জনদের নাম হারিয়ে বন্ধ চোখে স্মৃতি হাতড়াই
কই চেহারা মনে পড়েনি আর, নামও যেন বেভুলা স্মৃতি;
হারাই এখনও হারাই কারো বিশ্বাস;
স্বার্থের ঢেউয়ে ভেসে গিয়ে হারাই সুখের কূল।
(০৩-০৪-২০২৩)
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০২৪ দুপুর ২:৪৬