
ন্যায়ের পাল্লা ভারী হোক, অন্যায় পড়ুক মুখ থুবড়ে,
বিচার হোক আবরারের হত্যাকারীদের,
বিচার হোক সেই ধর্ষকদের যারা কেড়ে নিয়েছে প্রাণ
তনু মিতু তানিয়াদের!
বিচার হোক গুম খুন হত্যাকারীদের।
ফাঁসির আদেশ যেমন হয়েছে মিন্নির,
তেমন আদেশই শুনতে চাই, সিলেট কলেজের সেই ধর্ষকদের,
বিচার হোক রাজন হত্যার;
ন্যায়পরায়নতা মুখ তুলে দাঁড়াক স্বাধীন পতাকার ছায়াতলে।
মানবতা পিছু ফিরে দেখুক দেশটিকে আমার
যেভাবে গলা টিপে ধরেছিলো ধর্ষক সেই ধর্ষিতার,
তেমন করে সু আইন গলা টিপে ধরুক ধর্ষকদের,
তড়পিয়ে মারুক যেমনটি অন্যকে কষ্ট দিয়ে মেরেছিলো খুনি।
আর নয় ধর্ষণ, আর নয় গুম খুন, রাহাজানি, দাঙা হাঙামা,
বিচার হোক, সুবিচার, যে বিচারের রায়ে হেসে উঠবে আপামর জনতা,
দেশ আমার হেলাফেলার নয়, রক্তে কেনা স্বাধীনতা,
সে স্বাধীনতায় ছায়ায় অপরাধী না লুকাতে পারুক আর মুখ।
ভেজাল মিশিয়ে যারা হয় নিরব ঘাতক,
তাদেরও আনা হোক বিচারের আওতায়,
ফাঁসির চেয়েও অতি কষ্টের শান্তি তাদের জন্য হোক নির্ধারিত,
লোক টকিয়ে যারা উঁচু প্রাসাদে করে বসবাস,
বিচার হোক তাদের,
বিচার হোক টেন্ডারবাজদের, বিচার হোক ঘুষখুরদের ।
ন্যায়ের নায়ে ভাসুক দেশ আমার,
মানবতার ফুল ফুটুকু দেশের আনাচে কানাচে অলিগলিতে,
যুদ্ধ নয় শান্তি, অন্যায় নয় ন্যায়, মিথ্যে নয় সত্য,
দ্বন্দ্ব নয় সমঝোতা, মন্দ নয় ভালোর সাথে হেঁটে যাক
রক্তের দামে কেনা আমার সোনার বাংলাদেশ।
©কাজী ফাতেমা ছবি
(০৭-১০-২০২০)
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




