আমি মুগ্ধতায় হই বিভোর,
তাঁর দয়াতেই দেখি নিত্য আলো ফুটা ভোর,
আমি স্নিগ্ধ আবেশ গায়ে মেখে মুখে নিই আল্লাহর নাম,
কী সুন্দর সৃষ্টি তাঁর, কত নিয়ামতে ভরা এই ধরাধাম।
ফুল ভালোবাসি, জলে ভাসা শাপলা পদ্ম,
অনুভূতিতে জাগিয়ে রাখি আল্লাহর প্রেম, মানুষ নই আমি ছদ্ম;
ভালোবাসি স্বচ্ছ জল পুকুর, ভালোবাসি বিল ঝিল,
ভালোবাসি সূর্যের আলো জলের আয়নায় ঝিলমিল।
রবের সৃষ্টি এই সুন্দর দুনিয়া,
তাঁর সৃষ্টির সৌন্দর্য দেখে মন জমিনে যাই স্বপ্ন বুনিয়া,
এই আকাশ নক্ষত্র গ্রহ আসমান জমিন, পাহার সমুদ্দুর
ভালোবাসি দিনের বুকে তার দেয়া রহমতের রোদ্দুর।
সবুজ সমারোহ দুনিয়ার বুকে, তাঁর হুকুমে নড়ে স্থির বৃক্ষ তরু,
পাপের সীমা বেড়ে গেলে তিনি দুনিয়ার বুকে দেন নামিয়ে সহসা মরু;
তাঁর নিয়ামত ভুলে গেলেই হন ভীষণ ক্ষুব্ধ
দুনিয়ায় নামিয়ে দেন মহামারী, আমাদের হয় না এ শাস্তি উপলব্ধ।
তিনি তুষ্ট হলে, জীবনজুড়ে দেন দয়া ঢেলে,
তাঁর দেয়া জীবন নিয়ে আমরা মোহ আকাশে উড়ি ডানা মেলে,
ভুলে যাই রহমত নিয়ামত তাঁর
ভুলি দয়া প্রভুর, পাপের নদীতে নিরিবিলি কাটি সাঁতার।
জীবন নদীতে যখন উঠে অসুখের ঢেউ,
কী অনুতাপ! মন যায় পুড়ে, সে অনুতাপ তিনি দেখেন, জানে না কেউ;
ক্ষমা চাইলেই যে তিনি খুশি,
অসুখের বেলা আমরা রবের নামই বুকে পুষি।
©কাজী ফাতেমা ছবি
(২৬-১০-২০২১)
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:১২