
চুপচাপ নিরিবিলি, হেঁটে যায় বিল্লি
কুকুর'টা ঘেউ ঘেউ, করে চিল্লাচিল্লি।
চড়ুই ঐ নেচে নেচে, করে যায় খেলা,
আম গাছের শাখাতে, কাকেদের মেলা!
টুংটাং রান্না বাটি,সুর বাজে প্রাতে
হাঁড়ি পাতিলের সখ্য, গৃহিনীর সাথে,
চুলোর আগুনে পুড়ে, মাছ ভাত আলু
মিহি হাওয়ায় মন, সুখে আলুথালু।
ক্ষণ যায় বয়ে শুধু, রোদ উঠে জ্বলে
কুকুরটা গাছ তলে, ঘুমে পড়ে ঢলে,
বিড়ালের লাফ গ্রীলে, পেটে বুঝি ক্ষিধা
এপাড়ে আসবে কি-না, মনে তার দ্বিধা!
ছুটির দিনে জানালা, খুলে দেখি আলো,
সুন্দর জীবন এই, লাগে কী যে ভালো।
©কাজী ফাতেমা ছবি
(২০-১০-২০১৮)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


