
©কাজী ফাতেমা ছবি
০১। চড়ুই পাখি মন, চঞ্চল সদা,
মন হয় না স্থির, কী জানি কী ভুল হয়ে গেলো,
ডানা মেলে উড়তে গিয়েও কর্মের জানালায় বসে থাকি।
০২। মনের অন্ধকার গলিতে কখনো জমজমাট হয়
দ্বাদশী রাতের আলো,
কেমন যেন, অনুভবে সুখ ছোঁয়া ক্ষণ,
ভালো লাগে যখন, আলহামদুলিল্লাহ বলি,
আর বলি আমি সুস্থ আছি, কী দরকার এতসব দুঃখ ঘেঁটে।
০৩। আমরা তো জন্মান্ধই, হিরে ফেলে কাঁচ তুলি
ভুলে যাই আঁধার হতে এসেছি, সেই ফিরে যেতেই হবে আঁধারে,
জায়ানামাজে মাথা না রেখে দুনিয়ার সুখ শান্তিতে মাথা ঠেকাই
আল্লাহর ইবাদতে মন না ডুবিয়ে কেবল মোহতে খুঁজি শান্তি;
বিনিময়ে আল্লাহ দিয়েছেন জীবন ভরে সুখ শান্তি
ফিরে তাকালেই দেখি আমলনামা পূণ্যি শূন্য।
০৪। কিছু সুখ পাখিকে মন পিঞ্জরে বন্দি করতে চাইলাম,
বন্দিত্ব পছন্দ নয় হয়তো, রক্ত ক্ষরণ বাড়িয়ে দিয়ে বুকের
পাখি'রা যে যার মত উড়ে গেলো,
শূন্য খাঁচায় কিছু হতাশা, কিছু নিরাশা আর কিছু বিরহ বসে থাকে চুপ,
এদের নিয়ে আমার বসবাস,
কখনো বের হয়ে যায় এক দলা দীর্ঘশ্বাস।
০৫। হার্টের অবস্থা বড্ড নাজুক
সব কিছুতেই ভয়, সব কিছুতেই পিছুটান
কী জানি কী হয়ে যায়, ভয়ে ভয়ে কেটে গেলো তিন যুগ,
ধড়পড়ানি রোগের কী যে আস্ফালন...
আমি কী ক্ষয়ে যাই তবে, এবেলা এক পেয়ালা সাহস চাই
আমার করুণাময়ের কাছে।
২৯-১২-২০২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

