হিদায়েত দাও অল্প, মন মাঝে প্রভু
সব জানি ভালো মন্দ, ফিরে থাকি তবু,
অকাজে সময় ব্যয়, ইবাদতে নাই
ভাবনাতে তুমি প্রভু, দিয়ো পায়ে ঠাঁই!
অপচয়ে ক্ষণ রাখি, নামাজেতে নয়
কেনো মনে মোহ চিন্তা, রোজ রোজ রয়!
দীর্ঘশ্বাস টেনে জপি, তোমারই নাম
হেলা করি দেই নাতো, সময়ের দাম।
ধৈর্য্য দাও প্রভু মনে, দেহে দাও জোর
দাও কাটিয়ে এবার, ধরা মোহ ঘোর,
স্থির করো মন ধ্যানে, যেনো দেখি আলো
মন ঘর করো নাকো, পাপ দিয়ে কালো।
কত পাপে কেটে যায়, এই দিনগুলি
পুণ্যিতে দাও মাবুদ, ভরে বুক ঝুলি।
©কাজী ফাতেমা ছবি
০৯-০২-২০১৯
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫৫