
তুই কি দিবি বুনোফুলের গুচ্ছ হাতে তুলে
গিয়েছিস আমায় ভুলে?
তোর মত তুই থাকিস, নিস না মনের খোঁজ
অথচ নিতি আগে,মনের খোঁজ রোজ রোজ!
নীল বুনোফুল রঙের মতই, মন আমার নীল বিষণ্ণ,
অপেক্ষায় থাকিস না আমার জন্য!
জানিস,মনের ইচ্ছেগুলো আকুলি বিকুলি খায়,
তুই এনে দিস নীল বুনোফুল, মন শুধু এ চায়!
কী করে যেন প্রিয় মুখগুলো দূরে যায় সরে
কী পুষে, কী জানি কে কার মনের ঘরে
মনের খবর রয়ে যায় গোপন গোপন,
এবেলা হতে পারিনি, কেউ কারো আপন।
নীল বিরহ,নীল বিষণ্ণতায় পুড়ি
নাটাইয়ের সুতো দিলি ছিঁড়ে, আমি কি তোর ইচ্ছে ঘুড়ি?
ভালোবাসার দুয়ারে এঁটে দিলি তালা,
পরিয়ে আমায় নীল বিষণ্ণ ফুল মালা।
থাকিস কাছেই, কিন্তু দূরের মানুষ তুই,
মন পুড়ে তোর জন্য নিতুই,
তুইও কি ভুলে থাকার বাহানা খুঁজে মরিস?
আমায় নিয়ে বুকে ভালোবাসার প্রাসাদ গড়িস?
থেকে যা পাশে থেকেও দূরে,
একদিন অবসরে সুর মিলাবো তোর সুরে,
ভালো থাকিস কামনা শুধু এই, সুস্থতাও কামনা,
তুই হয়ে থাক বুক ডহরে, আমার প্রেম যমুনা।
©কাজী ফাতেমা ছবি
২৫-০২-২০২১
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




