
উপরের ফলগুলো জামরুল
প্রিয় একজন ব্লগার মা. হাসান ভাইয়া। এক সময় ব্লগ জমজমাট ছিল । উনাদের মন্তব্য প্রতিমন্তব্যে ব্লগ উচ্ছল থাকতো সব সময়। সুন্দর সুন্দর ব্লগ পোস্ট। আড্ডা গল্পে কেটে যেত দিন। অনেক ব্লগার ভাইয়া আপুই আর আসেন না এখানে। মাঝে মাঝে মনে পড়ে সবাইকে। রামিসা রোজা আপা আর উমেরা আপু আর আসলোই না। করুণাধারা আপু আসেন মাঝে মাঝে, মুক্তা নীল আপুও আসেন মাঝে মাঝে। অনেক ব্লগারকে আমরা অনাদরে হারিয়ে ফেলেছি। ইদানিং দেখছি মিরডডল আপুও বেশী আসে না। কারণ কী জানি না। আমিই মনে হয় বেহায়ার মত পড়ে থাকি এখানে। প্রিয় ব্লগ ছেড়ে দেয়ার প্রশ্নই আসে না। যদিও অনেক অপমানিত হতে হয় মাঝে মাঝে। যদিও এই সংখ্যা খুবই কম। এক সময় বিভিন্ন ব্লগারদের জন্মদিনে উইশ করতাম, কবিতা লিখতাম তাদেরকে নিয়ে।
ইদানিং ব্লগে আনন্দ নাই, হাসি ঠাট্টা নাই, আছে খালি একজন আরেকজনের পিছনে লেগে থাকা। দুই একটা খারাপ ব্লগারের জন্যই অনেকে ব্লগ ছেড়েছেন বলে আমার ধারণা। মন্দ মানুষের সাথে থাকার চাইতে তারা তাদের জগতে চলে গিয়েছেন।বিভিন্ন কারণে ব্লগে এখন মন্তব্য কম। কেউ কেউ পোস্ট দিয়ে চলে যায়। কেউ দুই দুইটা মন্তব্যের উত্তর দিয়ে নিজের ব্লগের ওজন বাড়ায়। আবার কেউ কেউ তার পছন্দের ব্লগারের ব্লগ পোষ্টে গিয়ে আজাইরা মাজাইরা মন্তব্য করে পোস্ট আলোচিত পাতায় নিয়ে আসে।
আমাকে নিয়েও অনেকে লিখেছেন। অনেক আনন্দ নিয়েছি এখানে। ধীরে ধীরে ব্লগ ব্লগার শূন্য হয়ে গেল, মানে পুরাতন ব্লগাররা অনেকেই ব্লগ ছেড়ে চলে গেলেন।
মা. হাসান ভাই একজন চমৎকার মানুষ। গত বছরের পর আর যোগাযোগ নেই উনার সাথে। ইমেইল করলাম জবাব নাই। ফোনে কল করলাম ফোন বন্ধ। জানি না তিনি কেমন আছেন। আল্লাহ উনাকে নেক হায়াত দান করুন।
মা. হাসান ভাইয়া আমাকে এতটাই সম্মানিত করেছেন যে, তাকে আজীবন ভুলতে পারবো না। এতটাই ভালোবাসা দেখিয়েছেন যে ভাষায় প্রকাশ করতে পারবো না। বিনিময়ে সঠিক ভালোবাসা বা শ্রদ্ধা আমি দেখাতে পারিনি। হয়তো পারিপার্শ্বিক অনেক কারণ। অফিসের ব্যস্ততা আরও নানাবিধ কারণ, অনেক কিছুই আসলে বলা যায় না।
মা. হাসান আপনার প্রতি আমি কৃতজ্ঞ। আল্লাহ আপনাকে ও আপনার পরিবারকে নেক হায়াতে বাঁচিয়ে রাখুন।
এমন কোন ফলের মৌসুম নেই যে, হাসান ভাই আমাকে ভুলে গেছেন। প্রতিটি ফলের মৌসুমে আমাকে তিনি ফল পাঠিয়েছেন কুরিয়ারে। উনার বিভিন্ন ফলের বাগান আছে। লেবু পর্যন্ত বাদ পড়ে নাই। যতবার গিফট পেয়েছি। ছবি তুলে রেখেছি। ব্যস্ততার কারণে পোস্টই দেয়া হয়নি আর।। অনেকদিন পর গুগল ফটোতে ছবিগুলো চোখে পড়লো। তাই কালবিলম্ব না করে ব্লগে নিয়ে আসলাম। গত বছরের শেষ দিকে ভাইয়া আমার জন্য বড়ই পাঠিয়েছিলেন । আমি ইমেইল চেক করিনি। সেই থেকে আজ পর্যন্ত তার কোনো খোঁজ পাচ্ছি না। আপনি যেখানেই থাকু ভালো থাকুন ভাইয়া। ভালো থাকুন সবাইকে নিয়ে।
০২। জামরুলকে বিভিন্ন ভাবে সাজিয়ে ছবি তুলেছিলাম।

০৩। আগের বাসায় জায়গা ছিল না ছবি তুলার। কোনোরকম ছবিগুলো তুলতে পেরেছিলাম।

০৪। ভালো জাতের কলা। খুব মিষ্টি ছিল

০৫। কলা আর জামরুল

০৬। টসটসে লিচু। এগুলো হাসান ভাইয়ার বাগানের ফল

০৭। লিচুগ্রাফী

০৮। জামরুল

০৯। কালো জাম

১০। কালো জামের ছবি। হাসান ভাইয়ার বাগানের ফল মাশাআল্লাহ

১১। পরে পাতিলে রেখে ঝেঁকে ভর্তা বানিয়ে খেয়েছি। আলহামদুলিল্লাহ

১২। লিচুকে বস্ত্রমুক্ত করেছিলাম পরে।

১৩। দেখলাম ভালোই লাগতেছে।

১৪। বেশ মিষ্টি ছিল

১৫। কালো জামের আরেকটি ছবি

১৬। মোঃ কলা চৌধুরী

সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০২৫ দুপুর ২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


