
ভিজে গেছে ধূলো বালি, ভিজে গেল পাতা
ভিজেছে যে চোখগুলো, ভিজে গেছে মাথা,
টুপটাপ ঝিরিঝিরি, বৃষ্টি সারাদিন
ভালো লাগে সুখ জাগে, মনে সুখ বীন।
পাতায় পাতায় জল, মুক্তো হয়ে ফুটে
বৃষ্টি ভেজা দিনগুলো, মন্দ নয় মোটে।
মাঠ ভেজা ঘাস ভেজা, ভেজা ফুল ফল
অর্কিডের গাছে দেখি, লেগে আছে জল।
ভালো লাগে ভেজা দিন, মন যায় ভিজে
সুখ লাগে দেহ মাঝে, মনে শান্তি কী-যে!
পাতায় পাতায় বৃষ্টি, মুগ্ধতার রেশ
বৃষ্টির দিন আমার, লাগে আহা বেশ।
আয় বৃষ্টি আয় আয়, নেমে পড় ত্বরা
সুখে যাক ভরে ত্বরা, আমাদের ধরা।
©কাজী ফাতেমা ছবি
০১-০৬-২০১৮
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০২৫ বিকাল ৩:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



